ঢাকামুখী মানুষদের দৌলদিয়া ঘাট ব্যবহারের অনুরোধ নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

দৌলদিয়া ঘাট

বাংলাদেশের শিমুলিয়া ঘাটে, সীমিত ফেরি ব্যবস্থা থাকায়, ঢাকামুখী মানুষদের দৌলদিয়া ফেরিঘাট ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন, বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
প্রতিমন্ত্রী বলেন, “এবারের ঈদ যাত্রা খুব ভালভাবেই করতে পেরেছি। আল্লাহর রহমতে, সারাদেশের মানুষ আনন্দের সঙ্গে ঈদ করতে পেরেছে। স্বাচ্ছন্দের সঙ্গে ঈদের সময়ে মানুষ বাড়ি যেতে পেরেছে। তাই, ঢাকামুখো মানুষদের স্বাচ্ছন্দ্যে ফিরতে, দৌলদিয়া ঘাট ব্যবহারের অনুরোধ জানাচ্ছি।”
বৃহস্পতিবার (৫ মে),মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

শিমুলিয়ায় ফেরি বাড়ানোর কোন পদক্ষেপ নেয়া হবে কিনা জানতে চাইলে, প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “আমরা বার বার অনুরোধ করেছিলাম পাটুরিয়া ঘাট ব্যবহার করার জন্য। কারণ, পদ্মা সেতুর সার্বিক নিরাপত্তার জন্য সীমিত ফেরির ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু, এতো সুন্দর রাস্তা ও পদ্মা সেতু দেখার লোভ থামানো যায় নি। অতিরিক্ত ব্যক্তিগত গাড়ি গেছে এ রুটে। আমি আবারও অনুরোধ জানাবো, দৌলদিয়া ফেরিঘাট ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরে আসার জন্যে। কারণ, শিমুলিয়া ঘাটে সীমিত ফেরি ব্যবস্থা রয়েছে।”

ঘূর্ণিঝড় অশানি নিয়ে নৌচলাচলে, নিরাপত্তায় কি ব্যবস্থা নেয়া হচ্ছে-জানতে চাইলে, নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “আমাদের প্রস্তুতি আছে, নির্দেশনাও দেয়া আছে। ১নং ২নং,৩নং সিগনালে কি ধরনের পদক্ষেপ নিতে হবে এগুলো আমাদের বলা আছে। লঞ্চসহ সকল নৌযান এবিষয়ে জানে এবং আমরাও প্রচার করছি। বাংলাদেশে, বৈশাখ-জৈষ্ঠ্য মাসে কালবৈশাখী ঝড় হবেই৷ এগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী। এগুলো মেনেই আমাদের এগিয়ে যেতে হবে।”