মস্কোতে পুতিনের সাথে দেখা করতে চান পোপ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাৎ করেন। ৪ জুলাই, ২০১৯।

মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস বলেছেন, তিনি ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মস্কোতে একটি বৈঠকের আহ্বান করেছেন কিন্তু সাড়া পাননি।

ইতালীয় দৈনিক করিয়ের ডেলা সেরাকে পোপ আরও বলেন যে, ইউক্রেন যুদ্ধে সমর্থন দেয়া রুশ অর্থোডক্স চার্চের প্যাট্রিয়ার্ক কিরিল “পুতিনের সহকারী হতে পারবেন না।“

ফ্রান্সিস সংবাদপত্রকে বলেন, যুদ্ধের প্রায় তিন সপ্তাহের মধ্যে তিনি ভ্যাটিকানের শীর্ষ কূটনীতিককে পুতিনের কাছে একটি বৈঠক করার বিষয়ে বার্তা পাঠাতে বলেছিলেন।

পোপ বলেছেন, “আমরা এখনো কোনো সাড়া পাইনিএবং আমরা এখনো চেষ্টা চালাচ্ছি।“

তিনি আরও বলেন,” আমার আশঙ্কা, পুতিন এই সময়ে এই বৈঠক করতে পারবেন না এবং চান না। কিন্তু আপনি কীভাবে এত বর্বরতা না থামিয়ে পারবেন?”

ফ্রান্সিস আরও বলেন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তাকে বলেছিলেন যে, পুতিন ৯ মে যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছেন। ১৯৪৫ সালের এ দিনে নাৎসি জার্মানির আত্মসমর্পণ উপলক্ষে রাশিয়া এ দিনটিকে বিজয় দিবস হিসেবে উদযাপন করে।

যুদ্ধ শুরু হলে ৮৫ বছর বয়সী পোপ রোমে রুশ দূতাবাসে এক অভূতপূর্ব সফর করেছিলেন।

রয়টার্স ও এএফপি থেকে এ প্রতিবেদনের জন্য তথ্য নেয়া হয়েছে।