স্পেন বলছে তাদের প্রধানমন্ত্রীকে পেগাসাস স্পাইওয়্যারের লক্ষ্যবস্তু করা হয়েছিল

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মাদ্রিদের লা মনক্লোয়া প্রাসাদে বক্তৃতা দিচ্ছেন। ২৯ ডিসেম্বর,২০২১। ফাইল ছবি।

সোমবার স্পেন বলেছে, তাদের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবেলসের মোবাইল ফোনে একটি “অবৈধ ও বহিরাগত” হস্তক্ষেপের মাধ্যমে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে আড়ি পাতা হয়েছিল।

একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, দেশটির প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর ফোন গত বছর ইসরাইলভিত্তিক সংস্থা এনএসওর মালিকানাধীন সফটওয়্যার দ্বারা সংক্রমিত হয়েছিল। এনএসও-র বিরুদ্ধে বিশ্বব্যাপী অনেকগুলো তদন্ত চলছে।

প্রেসিডেন্সির মন্ত্রী ফেলিক্স বোলানোস বলেন, “এটি কোনো অনুমান নয়, এটি ব্যাপক গুরুতর একটি ঘটনা।“

স্পাইওয়্যার হামলাটি কোথা থেকে শুরু হয়েছে বা অন্য কোনো দেশ এর পেছনে রয়েছে কিনা- এ ব্যাপারে স্প্যানিশ কর্তৃপক্ষের কাছে এখনো কোনো প্রমাণ আছে কিনা তা তিনি বলেননি।

বোলানোস বলেছেন যে, ২০২১ সালের মে মাসে সানচেজের এবং একই বছরের জুনে রোবেলসের ফোন ট্যাপ করা হয়েছিল।

উভয় ফোন থেকেই “নির্ধারিত পরিমাণ ডেটা” বের করা হয়েছিল বলে জানান তিনি।

সংবাদপত্র এল পাইস বলেছে, হ্যাকাররা সানচেজের ফোন থেকে ২ দশমিক ৬ গিগাবাইট তথ্য এবং রোবেলসের ফোন থেকে নয় মেগাবাইট তথ্য বের করেছে। তবে সরকার এখনো “চুরি যাওয়া তথ্যের প্রকৃতি এবং সংবেদনশীলতার মাত্রা” সম্পর্কে অবগত নয়।

আক্রমণটি তাদের ব্যক্তিগত ফোন নয়, রাষ্ট্র সরবরাহকৃত ফোনগুলোকে লক্ষ্যবস্তু করে।

স্প্যানিশ সরকারের অন্যান্য সদস্যরা পেগেসাসের সাথে জড়িত গুপ্তচরবৃত্তির লক্ষ্যবস্তু ছিল কিনা তা বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখছেন বলে জানিয়েছেন বোলানোস।