পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১ মে) এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আসুন আমরা সবাই মিলে ঈদুল-ফিতরের সুখ ও আনন্দ ভাগাভাগি করি”।
শেখ হাসিনা ঈদুল-ফিতরের মহিমায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “ভালো থাকুন এবং নিরাপদ থাকুন, ঈদ মুবারক”।
রবিবার সন্ধ্যায় বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।