কাবুল — শনিবার কাবুলে একটি যাত্রীবাহী ভ্যানে বোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছে। কর্মকর্তারা বলেছেন, মুসলমানদের ঈদ আল-ফিতরের ছুটির প্রাক্কালে নিরাপত্তা উদ্বেগ বেড়ে গেছে এবং দুই দিনের মধ্যে আফগান রাজধানীতে দ্বিতীয়বারের মতো ওই বিস্ফোরণের ঘটনা ঘটলো।
কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণে "এক নারী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।"
একদিন আগে, মুসলমানদের পবিত্র রমজান মাসে কাবুলের একটি মসজিদে জুমার নামাজের পর এক বিস্ফোরণে ৫০ জনেরও বেশি মুসল্লি নিহত হন।
আলী মাইসাম (১৯) নামে একজন প্রত্যক্ষদর্শী সেই সময় কাছাকাছি একটি রুটির দোকানের বাইরে অপেক্ষা করছিলেন। যাত্রীবাহী ভ্যানে বিস্ফোরণের পর, তিনি বলেন যে, তিনি বেশ কয়েকটি মৃতদেহ দেখেছেন।
তিনি বলেন, "আমি মিনিবাস থেকে রক্তাক্ত ও আগুনে পোড়া মুখ নিয়ে লোকজনকে বের হতে দেখেছি। … আমি দেখেছি, চারটি লাশ বের করা হয়েছে এবং নিহতদের মধ্যে একজন মহিলাও ছিলেন।"
বিস্ফোরণের দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর একটি আফগান শাখা, এর আগের বেশিরভাগ বোমা হামলাগুলির দায় স্বীকার করেছিল।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের আক্রমণে তালিবান গোষ্ঠীটিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ২০ বছরেরও বেশি সময় পর, আবারও তালিবান শাসনের অধীনে রবিবার ঈদ আল-ফিতর উদযাপনের প্রস্তুতি কালে আফগানিস্তান জুড়ে নিরাপত্তা উদ্বেগ বহুলাংশে বেড়ে গেছে।
গত আগস্টে দেশটি থেকে বিদেশি বাহিনী প্রত্যাহারের পর, তালিবান পুনরায় ক্ষমতা দখল করে।
তালিবান কর্তৃপক্ষ শনিবার ঘোষণা করেছে, পরের দিন ঈদ উদযাপন করা হবে। এ কারণে শনিবার গভীর রাত থেকেই কাবুলের রাস্তায় বন্দুকের গুলি ছুঁড়ে ঈদ উদযাপন করা শুরু হয়।
তালিবান স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র আব্দুল নাফি তাকোর বলেছেন, "আমরা আমাদের দেশবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা ঈদের সময় তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার করব।"