কাবুলের মসজিদে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে: আফগান স্বরাষ্ট্র মন্ত্রক

কাবুলে বিস্ফোরণস্থলের কাছে লোকজন একটি অ্যাম্বুলেন্সের পাশে দাঁড়িয়ে আছে। ২৯ এপ্রিল, ২০২২।

পবিত্র রমজান মাস চলাকালীন আফগানিস্তানের মসজিদ ও বেসামরিক লক্ষ্যবস্তুতে যখন হামলা চলছে তারই মধ্যেই শুক্রবার নামাজের সময় পশ্চিম কাবুলের একটি মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রকের সহ-মুখপাত্র বেসমুল্লা হাবিব বলেন, স্থানীয় সময় দুপুর ২টার দিকে ( ১০০০ জিএমটি) কাবুলে পশ্চিমাঞ্চলের খলিফা সাহেব মসজিদে বিস্ফোরণটি ঘটে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বহু আফগান বেসামরিক মানুষ নিহত হয়েছে। এর মধ্যে কিছু হামলার দায় ইসলামিক স্টেট স্বীকার করেছে।

আফগানিস্তানের তালিবান শাসকেরা বলেছে, তারা আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানকে সুরক্ষিত করেছে এবং ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখাকে অনেকাংশে নির্মূল করেছে। তবে আন্তর্জাতিক কর্মকর্তারা এবং বিশ্লেষকরা বলছেন, জঙ্গিবাদের পুনরুত্থানের ঝুঁকি রয়ে গেছে।

অনেক হামলায় ধর্মীয় সংখ্যালঘু শিয়াদের লক্ষ্যবস্তু করা হয়েছে, তবে সুন্নি মসজিদেও হামলা হয়েছে।

বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরীফে শিয়া মুসলিমদের বহনকারী দুটি যাত্রীবাহী ভ্যানে বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছে। গত শুক্রবার কুন্দুজ শহরে জুমার নামাজের সময় একটি সুন্নি মসজিদে ৩৩ জন নিহত হয়।

সর্বসাম্প্রতিক আক্রমণটি ইসলামের পবিত্র দিন রমজান মাসের শেষ শুক্রবারে করা হয়। পরের সপ্তাহে ঈদ উপলক্ষ্যে ধর্মীয় ছুটির আগে এ দিনটিতে বেশিরভাগ মুসলমান রোজা রাখেন।