দারফুরে গোষ্ঠীগত নতুন সহিংসতায় ১৬৮ জন নিহত, বলছে সুদানের একটি সংস্থা

দারফুর, সুদান

সুদানের যুদ্ধবিধ্বস্ত দারফুর অঞ্চলে রবিবার আরব এবং অনারবদের মধ্যে গোষ্ঠীগত সহিংসতায় ১৬৮ জনের মৃত্যু হয়েছে বলে সুদানের একটি সাহায্য সংস্থা জানিয়েছে।

জেনারেল কোঅর্ডিনেশন ফর রেফিউজিস অ্যান্ড ডিসপ্লেসড ইন দারফুর নামের সংস্থাটির মুখপাত্র, অ্যাডাম রিগাল জানান যে, পশ্চিম দারফুর প্রদেশের ক্রেইনিক এলাকায় সংঘাতে আরও ৯৮ জন আহত হয়েছেন।

তিনি জানান যে, ক্রেইনিকে অজ্ঞাতপরিচয় আততায়ীর হাতে দুই ব্যক্তি নিহত হলে বৃহস্পতিবার সংঘর্ষের সূত্রপাত হয়। পশ্চিম দারফুর প্রদেশের রাজধানী জেনিনা থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৮ মাইল) পূর্বে ক্রেইনিকের অবস্থান।

তিনি বলেন যে, জানজাওয়িদ নামে পরিচিত মিলিশিয়া রবিবার দিনের শুরুর দিকে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঐ এলাকায় আক্রমণ চালায় এবং এলাকার বাড়িঘর পুড়িয়ে দেয় ও লুট করে।

অবশেষে সংঘর্ষ জেনিনাতেও পৌঁছে যায়। সেখানে মিলিশিয়া ও সশস্ত্র দলগুলো শহরের প্রধান হাসপাতালে চিকিৎসাধীন আহত মানুষজনের ওপর আক্রমণ চালায় বলে, সালাহ সালেহ নামের একজন ডাক্তার ও হাসপাতালটির সাবেক মেডিকেল পরিচালক জানান।

কর্তৃপক্ষ অঞ্চলটিতে আরও সৈন্য মোতায়েন করেছে। বৃহস্পতিবারের সংঘর্ষে আটজন নিহত ও আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন।

সুদানের দারফুর অঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে কয়েক দফায় মারাত্মক সংঘর্ষ হয়েছে। গত বছরের সামরিক অভ্যত্থানের পর দেশটি এক বৃহত্তর সংকটে জর্জরিত হয়ে আছে। সে সময়ে দেশটির উচ্চপদস্থ জেনারেলরা এক বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে।