নাইজেরিয়ায় তেল শোধনাগারে বিস্ফোরণে অন্তত ৮০ জন নিহত—জরুরি পরিষেবা

নাইজেরিয়ার মানচিত্র

দক্ষিণ নাইজেরিয়ায় একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে অন্তত ৮০ জন নিহত হয়েছেন। রবিবার (২৪ এপ্রিল) জরুরি পরিষেবাগুলো থেকে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে দক্ষিণাঞ্চলীয় তেল সমৃদ্ধ রাজ্য রিভারস ও ইমোর মাঝামাঝি অবস্থিত অবৈধ স্থাপনায় বিস্ফোরণটি ঘটে।

“আমরা ঘটনাস্থলে কমপক্ষে ৮০টি বিকটভাবে দগ্ধ মৃতদেহ উদ্ধার করেছি”, এলাকার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) ইফেয়ানি নাজি এএফপিকে বলেছেন। তিনি জানান মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷

“আমরা জানতে পেরেছি যে, কিছু বেআইনি অপারেটর ও তাদের পৃষ্ঠপোষকেরা ছত্রভঙ্গ হওয়ায় অনেক মৃতদেহ কাছাকাছি ঝোপ ও জঙ্গলে রয়েছে”।

নাজি বলেছেন যে, বেশ কয়েকটি পোড়া যান এবং জেরিক্যান (তরল পদার্থ সংরক্ষণে ব্যবহৃত ক্যান) যা চুরি করা অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম জমা করতে ব্যবহৃত হয়েছিল, ঘটনাস্থলে পড়ে ছিল।

শুক্রবারের ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে তেলসমৃদ্ধ নাইজেরিয়ায় বিস্ফোরণের সর্বশেষ ঘটনা।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছেন।

দক্ষিণাঞ্চলে প্রায়শই এসব বেআইনি অপরিশোধিত তেলের পরিশোধনাগারগুলো দেখা যায়। চোরাকারবারীরা পাইপলাইন ভেঙ্গে অপরিশোধিত তেল চুরি করে এবং পরে কালোবাজারে বিক্রি করার জন্য পরিশোধন করে।

তেল-উৎপাদনকারী নাইজেরিয়ার বদ্বীপের বেশির ভাগ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করে। মহাদেশের বৃহত্তম তেল উৎপাদনকারী এই দেশে প্রতিদিন প্রায় দুই মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন হয়।