ব্রিটেনের রানী এলিজাবেথ ৯৬তম জন্মদিন পালন করলেন

রানী এলিজাবেথ বৃহস্পতিবার তার ৯৬তম জন্মদিন পালন করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, রানী সংসদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন। ১৮ মে ২০১৬। 2016. ফাইল ছবি।

রানী এলিজাবেথ স্যান্ড্রিংহাম এস্টেট-এ বৃহস্পতিবার তার ৯৬তম জন্মদিন পালন করেছেন। রানীর জন্মদিন উপলক্ষে লন্ডন জুড়ে তোপধ্বনি করা হয় এবং উইন্ডসরে সামরিক বাদক দল “হ্যাপি বার্থডে” সুর তোলে।

এলিজাবেথ ব্রিটেনের দীর্ঘতম সময় ধরে শাসনকারী রানী। তিনি এ বছর সিংহাসনে আরোহনের ৭০ বছর পূর্তি উদযাপন করছেন। জন্মদিন উপলক্ষে দুইটি সাদা ঘোড়ার সাথে এক ছবিতে দেখা যায় তাকে।

রাজপরিবারের সদস্যদের সাথে সাথে সরকারী মন্ত্রীরাও রানীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানান। স্বাস্থ্যগত কারণ বিবেচনায় রানী এ বছর তার বেশিরভাগ দায়িত্ব থেকেই কিছুটা অব্যাহতি নিয়েছেন।

নিজের জন্মদিন পালন করতে রানী লন্ডনের পশ্চিমে অবস্থিত উইন্ডসর ক্যাসল থেকে নরফোক-এর স্যান্ড্রিংহাম এ তার এস্টেটটিতে যান।

ভারতে সফররত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন রানীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং “আমাদের দেশ ও কমনওয়েলতের প্রতি [তার] ৭০ বছরের নিবেদিত ও ত্রুটিহীন সেবার জন্য” রানীর প্রতি “আন্তরিক শ্রদ্ধাজ্ঞাপন” করেছেন।

১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি তার পিতা রাজা ষষ্ঠ জর্জ মৃত্যুবরণ করলে, এলিজাবেথ ব্রিটেন এবং কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ আরও এক ডজনেরও বেশি দেশের রানী হন। তার পিতার মৃত্যুর সময়ে তিনি এক আন্তর্জাতিক সফরে কেনিয়ায় অবস্থান করছিলেন।

রানী এলিজাবেথ সিংহাসনে আরোহনের সময়ে সোভিয়েত ইউনিয়ন, চীন এবং যুক্তরাষ্ট্র যথাক্রমে জোসেফ স্টালিন, মাও ঝেডং এবং হ্যারি ট্রুম্যান পরিচালনা করছিলেন। সে সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইন্সটন চার্চিল।

গত অক্টোবরে এক রাত হাসপাতালে কাটানোর পর থেকে এলিজাবেথ বেশিরভাগ ক্ষেত্রেই জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন। তার হাসপাতালে থাকার নির্দিষ্ট কারণ জানানো না হলেও তাকে বিশ্রামে থাকতে উপদেশ করেছিলেন চিকিৎসকরা। এরপর ফেব্রুয়ারিতে তিনি কোভিড-১৯ আক্রান্ত হন এবং তিনি বলেছেন যে সেটাতে তিনি পরিশ্রান্ত হয়ে উঠেছেন।