মঙ্গলবার আফগানিস্তানের রাজধানীতে একটি উচ্চ বিদ্যালয়ে একাধারে বিস্ফোরণের পর অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে কাবুলের পুলিশ।
পুলিশের মুখপাত্র খালিদ জাদারান বলেছেন, কাবুলের পশ্চিমাঞ্চলের প্রধানত শিয়া হাজারা অধ্যুষিত এলাকার আবদুল রহিম শহীদ উচ্চ বিদ্যালয় এবং শিশুদের জন্য একটি সংলগ্ন প্রশিক্ষণ কেন্দ্রে পরপর তিনটি বোমা বিস্ফোরণে আরও ১১ জন আহত হয়েছে।
অতীতে ইসলামিক স্টেটের সহযোগী সংগঠন আইএসকেপিসহ আফগানিস্তানের সুন্নি জঙ্গিগোষ্ঠীগুলো এই এলাকাকে লক্ষ্যবস্তু করেছে ও অনেক বাসিন্দাকে হত্যা করেছে।
মঙ্গলবারের বোমা হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
[এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স ও এএফপি থেকে নেয়া হয়েছে]