দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, শুক্রবার গ্যাবেসের উপকূলে ১০০০ টন জ্বালানি বহনকারী একটি বাণিজ্যিক জ্বালানী জাহাজ ডুবে যাওয়ার পর তিউনিসিয়ার কর্তৃপক্ষ শনিবার পরিবেশগত বিপর্যয় এড়াতে প্রচেষ্টা জোরদার করেছে।
সূত্র আরো বলেছে, তিউনিসিয়ার নৌবাহিনী নিরক্ষীয় গিনি থেকে মাল্টার দিকে যাচ্ছিল। জাহাজ থেকে সাতজন নাবিকের সকলকেই উদ্ধার করা হয়েছে এবং দক্ষিণের শহর গ্যাবেস থেকে সাত মাইল দূরে একটি দুর্যোগের বার্তা পাঠিয়েছে।
পরিবেশ মন্ত্রক বলেছে, খারাপ আবহাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে।জল জাহাজে ঢুকে গিয়েছিল, যা দুই মিটার উচ্চতায় পৌঁছেছিল।
মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, কর্তৃপক্ষ পরিবেশগত বিপর্যয় এড়াতে এবং ‘এর কোন রকম প্রভাব কমাতে কাজ করছে।
গ্যাবেসের উপকূল বছরের পর বছর ধরে বড় রকমের দূষণের শিকার হয়েছে। পরিবেশবাদী সংস্থাগুলি বলছে যে এলাকার শিল্প কারখানাগুলি সরাসরি সমুদ্রে বর্জ্য ফেলছে।