যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদকারী রুশ সাংবাদিককে চাকরি দিল জার্মানীর পত্রিকা

প্রতিবাদ সম্পর্কিত আইন ভঙ্গের দায়ে ৩০ হাজার রুবল (২৮০ ডলার) জরিমানার রায় পাওয়ার পর, ১৫ মার্চ ২০২২ তারিখে মস্কোর ওসটানকিনস্কি ডিস্ট্রিক্ট আদালত থেকে বেরিয়ে আসার সময়ে গণমাধ্যমের সাথে কথা বলছেন মারিনা ওভসান্নিকোভা।

জার্মানীর ডাই ওয়েল্ট পত্রিকা সোমবার (১১ এপ্রিল) জানিয়েছে যে, তারা রাশিয়ার সাংবাদিক, মারিনা ওভসান্নিকোভাকে চাকরি দিয়েছে। ওভসান্নিকোভা রাশিয়ার রাষ্ট্রীয় টিভি’র একটি প্রাইম টাইম সংবাদ সম্প্রচারকালে, ইউক্রেনে রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন।

এক বিবৃতিতে পত্রিকাটি জানায়, ৪৩ বছর বয়সী ওভসান্নিকোভা “বর্তমানে ডাই ওয়েল্ট এর একজন ফ্রিল্যান্স সাংবাদিক, ইউক্রেন, রাশিয়া এবং অণ্যান্য এলাকা থেকে সংবাদ সংগ্রহ করছেন।”

তিনি পত্রিকাটির জন্য নিয়মিত লেখালেখি করবেন। এছাড়াও, তাদের সংবাদভিত্তিক টিভি চ্যানেলটির জন্যও তিনি একজন নিয়মিত প্রদায়ক হিসেবে কাজ করবেন বলেও বিবৃতিটিতে জানানো হয়।

রাশিয়ার চ্যানেল ওয়ান টেলিভিশনের একজন সম্পাদক ছিলেন ওভসান্নিকোভা। চ্যানেলটির প্রধান সান্ধ্য সংবাদ ভ্রেমইয়ার সেটে একটি পোস্টার হাতে হাতে ঢুকে পড়েছিলেন তিনি। পোস্টারটিতে ইংরেজিতে “নো ওয়ার” (যুদ্ধ নয়) লেখা ছিল।

রাশিয়ার জন্য এটি একটি অত্যন্ত অস্বাভাবিক ঘটন। দেশটিতে রাষ্ট্রীয় গণমাধ্যমকে শক্তভাবে নিয়ন্ত্রণ করা হয়।

প্রতিবাদ করার পর তাকে আটক করে ১৪ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও, ৩০ হাজার রুবল (২৮০ ডলার) জরিমানা করা হয়।

তবে তিনি আরও বিচারের সম্মুখীন হতে পারেন। নতুন কঠোর আইনের আওতায় তিনি কয়েক বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা পেতে পারেন

ঘটনাটি বিভিন্ন দেশের নজর কাড়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে সৈন্য পাঠানোর সিদ্ধান্তের মাঝে, এই ঘটনা রাশিয়ায় গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে।

ওভসান্নিকোভা জানিয়েছিলেন যে তিনি তার চাকরি ছেড়ে দিচ্ছেন। তবে ফ্রান্সে আশ্রয় প্রদানের জন্য প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাঁক্রো’র প্রস্তাব গ্রহণ করেননি তিনি। রাশিয়াতেই থাকতে চান বলেও জানান ওভসান্নিকোভা ।

ডাই ওয়েল্ট এর প্রধান সম্পাদক, উলফ পোশার্ড “এক চূড়ান্ত মুহুর্তে সাহস দেখানোর জন্যে” ওভসান্নিকোভার প্রশংসা করেন এবং বলেন যে, তিনি “রাষ্ট্রীয় নিপীড়নের হুমকি সত্ত্বেও সাংবাদিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি রক্ষা করেছেন”।