ঢাকার শাহজালাল বিমানবন্দরে দুই বিমানের মধ্যে সংঘর্ষ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বাংলাদেশের রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার (১০ এপ্রিল) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৩৭ বিমানের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিমান দুটির সামান্য ক্ষতি হয়েছে।

বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার ইউএনবিকে জানান, আগে থেকেই রক্ষণাবেক্ষণের জন্য বোয়িং ৭৭৭ বিমান বিমানবন্দরের হ্যাঙ্গারে (উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের স্থান) পার্ক করা ছিল। রবিবার দুপুর ১টা ৪৫ মিনিটে বিমানের আরেকটি বোয়িং ৭৩৭ বিমান রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারের দিকে নেওয়া হয়। তখন একটার সঙ্গে আরেকটির ধাক্কা লেগে কিছু ক্ষতি হয়।

তিনি বলেন, “ঘটনা তদন্তে কমিটি গঠন করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে”।