গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দীর মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক বন্দীর মৃত্যু হয়েছে। রবিবার (১০ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত বন্দীর নাম মোস্তফা কামাল (৩৭)। তিনি জামালপুরের মাদারগঞ্জ থানার ফাজিলপুর এলাকার মৃত জাফর আলীর ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২–এর জেলার মো. আবু সায়েম জানান, কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে মোস্তফাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জেলার জানান, মৃত মোস্তফা কামাল মাদক মামলায় কারাগারে ছিলেন। কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২০২১ সালের ২৬ অগাস্ট তাকে এই কারাগারে পাঠানো হয়।