দঃ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন না তাসকিন ও শরিফুল

শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। ফাইল ছবি।

পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে থাকছেন না পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

ডান কাঁধে চোট পাওয়ায় বিশ্রাম দেয়া হচ্ছে তাসকিনকে। অন্যদিকে বাম গোড়ালির লিগামেন্টে চোট পাওয়ায় প্রথম টেস্ট থেকে দলের বাইরে আছেন শরিফুল।

বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম বলেছেন, তাসকিন প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলার সময় ডান কাঁধে ব্যথা পেয়েছেন। তার সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে।

তিনি আরও বলেন, ২৯ মার্চ অনুশীলন চলাকালে বাম পায়ের গোড়ালিতে ব্যথা পান শরিফুল। তার চিকিৎসা চলছে এবং এই মাসের শেষের দিকে সে অনুশীলন এ যোগ দিতে পারবে বলে আশা করা হচ্ছে।