ফরাসি দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) শুক্রবার ঘোষণা করেছে যে তারা ক্রমবর্ধমান গ্যাং সহিংসতার কারণে হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের একটি দরিদ্র উপশহরে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করছে।
পোর্ট-অ-প্রিন্সের দরিদ্র পাড়ার বাইরেও ছড়িয়ে পড়েছে গ্যাং প্রভাব যার ফলে কয়েক মাস ধরে হাইতির নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে।
হাইতির মানবাধিকার সংস্থাগুলির মতে, এই ক্যারিবিয়ান দেশটিতে অপহরণ বৃদ্ধি পাচ্ছে। হাইতিতে প্রতিদিন পাঁচ থেকে দশ জনকে অপহরণ করা হয় ৷
হাইতির জন্য এমএসএফের পরিচালক থিয়েরি গোফেউ, সাইট-সোলেইল এর একটি হাসপাতাল অস্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়ে একটি বিবৃতিতে বলেছেন, "আমরা চিকিৎসা পরিষেবা, আমাদের রোগীদের এবং কর্মীদের বিরুদ্ধে সব ধরনের বাধা এবং সহিংসতার নিন্দা করি," ।
বিবৃতিতে বলা হয়েছে, "যতক্ষণ না নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত হয়" ততক্ষণ হাসপাতালটি বন্ধ থাকবে।