শনিবার অধিকৃত পশ্চিম তীরে বন্দুকযুদ্ধে ইসরাইলী নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনি জঙ্গি সংগঠন ইসলামিক জিহাদের তিন বন্দুকধারীকে হত্যা করেছে।
পুলিশ বলেছে, "এটি একটি সন্ত্রাসী গ্রুপ যেটি সম্প্রতি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল, এবং দৃশ্যত অন্য হামলার পরিকল্পনাও তাদের ছিল,"৷এতে চার ইসরাইলী কর্মকর্তা আহত হয়েছেন।ইসলামিক জিহাদ ঐ তিনজন ফিলিস্তিনিকে তাদের সদস্য বলে দাবি করেছে।
ইসরাইলে একের পর এক মারাত্মক আরব হামলার পর গত সপ্তাহ থেকে সেখানে উত্তেজনা বেড়েছে। কর্মকর্তারা শনিবার থেকে মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই হামলার সম্ভাব্য বৃদ্ধি সম্পর্কে সতর্ক করেছেন। দেখা গেছে অতীতে এ সময়টিতে সহিংসতা বেড়েছে।
মঙ্গলবার, একজন ফিলিস্তিনি বন্দুকধারী ইসরাইলী শহর বেনি ব্র্যাকে পুলিশের হাতে নিহত হওয়ার আগে পাঁচজনকে গুলি করে হত্যা করে।
এক সপ্তাহের মধ্যে ইসরাইলে আরব হামলাকারীদের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।
বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিম তীরে সংঘর্ষে ইসরাইলী বাহিনী তিনজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে এবং একজন ফিলিস্তিনি ইহুদি বসতির কাছে একটি ইসরাইলী বাসে এক যাত্রীকে ছুরিকাঘাত করে এবং অন্য যাত্রী তাকে গুলি করে হত্যা করে।