নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ইউটিলিটি সার্ভিসের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার বাঙ্গালদেশের রাজধানী ঢাকাতে পাঁচ ঘণ্টার গণঅনশন কর্মসূচি পালন করবে বিএনপি।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হবে।
মির্জা ফখরুল বলেন, "আমাদের দলের ঢাকা উত্তর, দক্ষিণ ইউনিট ও সব সহযোগী সংগঠনের যৌথ সভা হয়েছে। আমরা ২ এপ্রিল ঢাকা শহরে গণঅনশন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি।"
তিনি জানান, দলটির কার্যালয়ের সামনে কর্মসূচি পালনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছেন তারা।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, চাল, সয়াবিন তেল, চিনি, ডাল ও সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় গত দুই মাস ধরে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, "সব নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম কয়েকগুণ বেড়েছে এবং গ্যাস কোম্পানিগুলো গ্যাসের দাম বাড়ানোর নতুন প্রস্তাব দিয়েছে।"