একটি আন্তর্জাতিক ম্যাচ দেখার জন্য একটি ফুটবল স্টেডিয়ামে নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইরান।শত শত টিকিটধারী ফুটবলপ্রেমি নারীদের স্টেডিয়ামের বাইরে তালাবদ্ধ করে রেখেছিল।বুধবার ইরানি সংবাদ মাধ্যম এ খবর জানায়।
মঙ্গলবার রাতে বিশ্বকাপের বাছাইপর্বে লেবাননের বিপক্ষে ইরান ২-০ গোলে জিতেছে। ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের ইমাম রেজা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
বিতর্কের মুখে বুধবার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ঘটনাটি খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিয়েছেন।
তার পক্ষে ইরানের এটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মনতাজরি রেডিওতে বলেন, “যদি পরিস্থিতি নারীদের কাছে টিকিট বিক্রির অনুমতি দেয় তবে তাদের জন্য একটি উপযুক্ত জায়গা খুঁজে বের করতে হবে”।
প্রায় তিন বছরের মধ্যে প্রথমবারের মতো জানুয়ারিতে ইরাকের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য নারীদের আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছিল। সিদ্ধান্ত গ্রহণে প্রধান ভূমিকা পালনকারী ধর্মগুরুরা যুক্তি দেন যে, নারীদের অবশ্যই পুরুষালি পরিবেশ ও অর্ধ আবৃত পুরুষদের দৃষ্টি থেকে রক্ষা করতে হবে।
কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০১৯ সালের সেপ্টেম্বরে ইরানকে নির্দেশ দিয়েছিল যে, কোনো বিধিনিষেধ ছাড়াই স্টেডিয়ামে নারীদের প্রবেশের অনুমতি দিতে হবে এবং টিকিটের চাহিদা অনুযায়ী সংখ্যা নির্ধারণ করতে হবে।
সাহার খোদায়ারি নামের একজন ফুটবল প্রেমী নারী জেলে যাওয়ার ভয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে মারা যাওয়ার পর প্রতিযোগিতা থেকে ইরানের স্থগিতাদেশের হুমকি সংক্রান্ত ফিফার নির্দেশনা আসে। ঐ নারী ছদ্মবেশে ম্যাচ দেখতে চেষ্টা করেছিলেন।
২০১৮ সালে সাহার খোদায়ারি পুরুষের পোশাক পরে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করা হয়েছিল বলে জানা গেছে।
তার মৃত্যু ব্যাপক প্রতিবাদের জন্ম দেয় যার ফলে ইরানকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয় এবং ম্যাচগুলো বয়কট করা হয়।