ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় এখন পর্যন্ত অগ্রগতি হয়নি, বলছে রাশিয়া

ইউক্রেনে কিয়েভের উপকণ্ঠে ইরপিন থেকে সরিয়ে নেওয়ার পরে লারিসা কোলেসনিক (৮২)-কে সান্ত্বনা দিচ্ছেন একজন সৈনিক। ৩০ মার্চ,২০২২

বুধবার রাশিয়া বলেছে, ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় এখনো অগ্রগতির লক্ষণ নেই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকফ এক প্রেস ব্রিফিং-এ বলেন,মঙ্গলবার তুরস্কের ইস্তানবুলে ৩৬ দিনের যুদ্ধের অবসানের লক্ষ্যে আলোচনার শুরুতে ইউক্রেন তাদের দাবির একটি তালিকা উপস্থাপন করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির একজন সহযোগী বলেছেন যে, মঙ্গলবারের অধিবেশনে উভয় পক্ষ ইউক্রেনের জন্য আন্তর্জাতিক সুরক্ষার নিশ্চয়তাসহ সম্ভাব্য যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করেছে।

ইউক্রেনীয় আলোচকরা প্রস্তাব করেছে যে, নিরাপত্তার নিশ্চয়তার বিনিময়ে কিয়েভ নেটো বা অন্যান্য সামরিক জোটে যোগদান না করার মতো একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবে।

সাংবাদিকদের পেসকভ বলেছেন, মস্কো এই বিষয়টিকে স্বাগত জানিয়েছে যে, কিয়েভ দাবির একটি লিখিত বিবৃতি পেশ করেছে । তবে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর মতো আশাব্যঞ্জক কিছু রাশিয়া দেখেনি।

বুধবার জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপো গ্র্যান্ডি বলেছেন, প্রচুর সংখ্যক ইউক্রেনীয় তাদের জন্মভূমি থেকে তার ভাষায় “অর্থহীন যুদ্ধ”-এর কারণে পালিয়েছেন। ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা এখন ৪০ লাখ ছাড়িয়ে গেছে।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ান সামরিক ইউনিটগুলো যুদ্ধের সময় ইউক্রেন বাহিনির সাথে লড়াই করে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়ায় “পুনর্গঠিত ও পুনঃসরবরাহের জন্য” রাশিয়া ও বেলারুশে ফিরে যেতে বাধ্য হয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নতুন নির্দেশ জারি করেছে যাতে রাশিয়াগামী বা সে দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে রাশিয়া ত্যাগ করতে বলা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের পর পরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর রাশিয়াকে তাদের ভ্রমণ নির্দেশিকার তালিকায় “লেভেল ফোর : ডু নট ট্রাভেল” দেশ হিসেবে চিহ্নিত করেছে।