পুতিন ইউরোপকে প্রাকৃতিক গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করতে বললেন

মস্কোর একটি মুদ্রা বিনিময় কেন্দ্র থেকে বের হচ্ছেন এক নারী। তার পাশে রাশিয়ান রুবল-এর বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলার এবং ইউরোর বিনিময় হার দেখা যাচ্ছে। ২৪ ফেব্রুয়ারি ২০২২। (ফাইল ফটো- এপি)

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন যে, “অবন্ধুসুলভ দেশগুলোতে” গ্যাস সরবরাহের বিনিময় মূল্য হিসেবে রাশিয়া শুধুমাত্র রুবল গ্রহণ করবে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সকল দেশই এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। ইউক্রেনে আক্রমণের ফলাফল হিসেবে রাশিয়া নজিরবিহীন নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়ার পর এমন সিদ্ধান্তের ঘোষণা আসল।

ঘোষণাটি দেওয়ার পরপরই ডলার ও ইউরোর বিপরীতে রুবল-এর দর বাড়তে থাকে। একই সাথে গ্যাসের মূল্যও বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনে সংঘাত শুরুর পর থেকেই রুবল-এর ব্যাপক দরপতন শুরু হয়েছিল।

টেলিভিশনে সম্প্রচারিত এক সরকারী বৈঠক চলাকালীন পুতিন বলেন, “অবন্ধুসুলভ দেশগুলোতে আমাদের গ্যাস সরবরাহের বিনিময়মূল্য রাশিয়ান রুবল-এ পরিবর্তন করার জন্য আমি কয়েকটি পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি”।

তবে তিনি এও বলেন যে, চুক্তিতে উল্লেখিত পরিমাণ অনুযায়ী গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে রাশিয়া।

এক সপ্তাহের মধ্যেই নতুন বিনিময় ব্যবস্থাটি চালু করার জন্য রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়ে পুতিন বলেন যে, প্রক্রিয়াটি স্বচ্ছ হতে হবে এবং রাশিয়ার অভ্যন্তরীণ বাজার থেকে রুবল সংগ্রহ করতে হবে।

রাশিয়ার অন্যান্য রফতানীও প্রভাবিত হতে পারে, এমন বিষয়েরও ইঙ্গিত করেন পুতিন।

এরপর বুধবারেই রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস ঘোষণা দেয় যে, তারাও তাদের আন্তর্জাতিক সহযোগীদের থেকে রুবল-এর মাধ্যমে লেনদেনে জোর দিবে।

পুতিন বলেন, “এটি পরিষ্কার যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রকে আমাদের পণ্য দেওয়া এবং সেটির বিনিময়ে ডলার, ইউরো, বা অন্যান্য মুদ্রা গ্রহণ করাটা আমাদের জন্য আর কোন অর্থ বহন করে না।

অপরদিকে, জার্মানী অর্থমন্ত্রী রবার্ট হাবেক বলেন যে, পুতিনের দাবিটি চুক্তিভঙ্গের শামিল এবং “আমরা কিভাবে সেটিতে সাড়া দিব” সে বিষয়ে বার্লিন ইউরোপীয় সহযোগীদের সাথে আলোচনা করবে। জার্মানী ইউক্রেন যুদ্ধের আগে তার প্রাকৃতিক গ্যাসের ৫৫% আমদানি করতো রাশিয়ার কাছ থেকে।

এদিকে অস্ট্রিয়ার ওএমভি নামের জ্বালানী কোম্পানীটি বুধবার বলে যে, এমন ঘোষণা আসা সত্ত্বেও তারা রাশিয়ার গ্যাসের মূল্য পরিশোধের জন্য ইউরোর ব্যবহার অব্যাহত রাখবে।