পর্যটন মরসুম শুরু হবার আগেই কোভিড-১৯ বিধি শিথিল করছে কানাডা

নরওয়েজিয়ান ব্লিস ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভারের ডকে ভিড়েছে। ৩০ সেপ্টেম্বর,২০১৮ (ক্রেগ ম্যাককুলচ/ভয়েস অফ আমেরিকা)

১ এপ্রিল থেকে কানাডায় প্রবেশকারীদের জন্য বাধ্যতামূলক কোভিড-১৯ পরীক্ষার বিধি তুলে নেয়া হবে। কানাডা ও আমেরিকা উভয় ক্ষেত্রেই আশাবাদ ও প্রত্যাশার সাথে পদক্ষেপটি নেয়া হচ্ছে।

সমুদ্রপথ বা স্থলপথে প্রবেশের ১১৭টি বৈধ পয়েন্টের যে কোনোটি দিয়ে প্রবেশকারী যাত্রীদের সীমান্তে পৌঁছানোর আগে ArriveCAN অ্যাপ বা ওয়াবসাইটে তথ্য প্রবেশ করাতে হবে।

দর্শণার্থীদের টিকার ডোজ সম্পন্ন থাকতে হবে।

ঠিক আলাস্কা প্রমোদতরীর মরসুম শুরুর সময় কানাডার সরকারের এ সিদ্ধান্তটি আসে।এ শিল্পটি গত দু বছরে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এখনো প্রত্যেক যাত্রীকে জাহাজে চড়ার আগের ২৪ ঘণ্টার মধ্যে করানো এন্টিজেন টেস্টের নেগেটিভ রিপোর্ট প্রদান করতে হবে।

ভ্যাঙ্কুভার হলো অনেক জাহাজের হোম পোর্ট। আর যেগুলো সিয়াটল থেকে ছাড়া হয় সেগুলো ভিক্টোরিয়া, নানাইমো ও প্রিন্স রুপার্টের মতো ছোট কানাডীয়ান শহরগুলোতেও থামে। মহামারীর আগে ভ্যাঙ্কুভার কনভেনশন এন্ড ভিজিটর ব্যুরো অনুমান করেছিল যে, সমুদ্রযাত্রার আগে ও পরে হোটেল বুকিংসহ প্রতিটি জাহাজের শহর ভ্রমণ কমপক্ষে ২২ লাখ ডলারের অর্থনৈতিক সুবিধা দেয়।

এ বছর প্রমোদতরীগুলো ভ্যাঙ্কুভার বন্দরে মোট ৩১০টি যাত্রার সময় নির্ধারণ করেছে ; সমুদ্রবিহারের সর্বশেষ বছর ২০১৯ সালের তুলনায় যা ৮ শতাংশ বেশি।

সিয়াটল বন্দর ২৯৬টি সমুদ্রবিহারের আশাবাদ ব্যক্ত করেছে।

কানাডা ও আমেরিকার মধ্যে ৮,৮৯১ কিলোমিটার দীর্ঘ, বিশ্বের দীর্ঘতম অভিন্ন, অরক্ষিত সীমান্ত রয়েছে।