স্থানীয় পুলিশ শনিবার জানিয়েছে, নেটো নেতৃত্বাধীন একটি সামরিক প্রশিক্ষণ অনুশীলনের সময় শুক্রবার নরওয়ের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান প্রত্যন্ত অঞ্চলে বিধ্বস্ত হলে বিমানের চারজনই নিহত হয়।
নরওয়ে পুলিশ বলেছে, "পুলিশ যতদূর অবগত, চারজনই আমেরিকান নাগরিক,"। প্রধানমন্ত্রী জোনাস গার স্টোয়েরে টুইট করে শোক প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের মেরিন কোরের অন্তর্গত এম ভি ২২বি অসপ্রে বিমানটি কোল্ড রিসপন্স নামক একটি মহড়ায় অংশ নিচ্ছিল।
খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার অবতরণ করতে না পারায় শনিবার ভোরে উদ্ধারকারীরা স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, ঝড়ো হাওয়া বইছিল, ভারী বৃষ্টিপাত হচ্ছিল এবং পাহাড়ে জমাট তুষার স্খলনের ঝুঁকি ছিল।
আবহাওয়ার কারণে তাদের কাজ বন্ধ থাকলেও পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। আবহাওয়ার উন্নতি হলে আবার কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
২৭টি দেশের প্রায় ৩০,০০০ সৈন্য এই কোল্ড রিসপন্স মহড়ার সঙ্গে যুক্ত যার লক্ষ্য হচ্ছে নরওয়ের প্রতিরক্ষার জন্য নেটোর সদস্য রাষ্ট্রগুলোকে প্রস্তুত রাখা।