বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে পঞ্চম বারের মত স্বীকৃতি পেল ফিনল্যান্ড

ফাইল ফটো – ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে ওয়াটারফ্রন্টে বরফের উপর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া উপভোগরট লোকজন ১৪ই ফেব্রুয়ারী ২০২১

জাতিসংঘের উদ্যোগে প্রস্তুত একটি বার্ষিক সূচকে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসাবে ফিনল্যান্ডের নাম পঞ্চম বছরের জন্য ঘোষণা করা হয়েছে। অন্যদিকে আবার আফগানিস্তানকে সবচেয়ে অসুখী দেশ হিসাবে স্থান দেয়া হয়েছে আর তার পরই রয়েছে লেবাননের স্থান।

ভাল থাকার দিক থেকে সার্বিয়া, বুলগেরিয়া এবং রোমানিয়া সবচেয়ে ভাল রেকর্ড করেছে। শুক্রবার প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস এর তালিকায় সবচেয়ে নিম্নগামী অবস্থায় রয়েছে লেবানন, ভেনেজুয়েলা ও আফগানিস্তান।

অর্থনৈতিক মন্দার মুখে থাকা লেবানন ১৪৬টি দেশের সূচকে শেষ থেকে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ের ঠিক নিচে রয়েছে।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের স্থান ইতোমধ্যে এই সূচকের একেবারে নীচে ছিল।গত আগস্ট মাসে তালিবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে মানবিক সংকট আরও গুরুতর হয়েছে।

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট এখন দশম বছরে পদার্পণ করল। এটা মানুষের আনন্দের নিজস্ব মূল্যায়নের পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়।