উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিতে সহায়তার জন্য রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র

কোরিয়ার জনগণ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার দৃশ্য অবলোকন করছেন দক্ষিণ কোরিয়ার প্রধান একটি রেওয়েস্টেশনে, ৫ই মার্চ, ২০২২/এএফপি

উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিতে সহায়তার জন্য দুই রুশ নাগরিক এবং তিনটি সংস্থার ওপর যুক্তরাষ্ট্র শুক্রবার (১১ মার্চ) নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানিয়েছে ট্রেজারি বিভাগ।

পেন্টাগন একটি গোয়েন্দা মূল্যায়নপত্র প্রকাশের একদিন পরে এই সিদ্ধান্ত এসেছে। মুল্যায়নপত্রে বলা হয়, উত্তর কোরিয়ার সাম্প্রতিক দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা মূলত একটি নতুন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা ছিল।

ট্রেজারি বিভাগের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দাবিষয়ক আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেছেন, এই নিষেধাজ্ঞার লক্ষ্য “রাশিয়াভিত্তিক ব্যক্তি এবং সংস্থার একটি নেটওয়ার্ক যারা (উত্তর কোরিয়াকে) তার বেআইনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য যন্ত্রপাতি সংগ্রহে সহায়তা করে।”

উত্তর কোরিয়ার সরকারি নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া উল্লেখ করে বিবৃতিতে যোগ করা হয়েছে, “এই কার্যকলাপের বেশির ভাগই উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে।”

উত্তর কোরিয়া বছরের শুরু থেকে অনেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দেশটি দাবি করেছে যে, সাম্প্রতিক দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্যাটেলাইট উন্নয়নের জন্য করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন যে, ২৬ ফেব্রুয়ারি এবং ৪ মার্চের উৎক্ষেপণগুলো উত্তেজনা “বৃদ্ধিতে গুরুতর” ভূমিকা রেখেছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওয়াশিংটন এবং ইওরোপীয় মিত্ররা সোমবার ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উত্তর কোরিয়া জাতিসংঘের সিদ্ধান্তের “লঙ্ঘন” করেছে উল্লেখ করে একটি প্রস্তাব উত্থাপন করলেও চীন ও রাশিয়া তা সমর্থন করেনি।

পারমাণবিক অস্ত্রের বিষয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, পিয়ংইয়ংয়ের নেতা কিম জং উন এবং যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে ২০১৯ সালে মধ্যস্ততার প্রচেষ্টা ভেস্তে যাওয়ার পর থেকে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে।

কূটনীতির পরিবর্তে কিম তার সামরিক বাহিনীকে আধুনিকীকরণের জন্য দ্বিগুণ চেষ্টা চালাচ্ছেন। জানুয়ারিতে দেশটি সতর্ক করেছে যে, এটি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষায় স্বআরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করতে পারে।

[[এএফপি]]