শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে যে, ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে ইইউ যে আলোচনার সভাপতিত্ব করছে তাতে অবশ্যই বিরতি দিতে হবে। রাশিয়ার কাছ থেকে নতুন দাবির কারণে আলোচনা জটিল হবার কয়েকদিন পরে একথা জানানো হয়।
বাহ্যিক প্রভাবকের কারণে #ViennaTalks-এ একটি বিরতি প্রয়োজন বলে ইইউ-এর পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল টুইট করেছেন। তিনি আরও বলেছেন, "একটি চূড়ান্ত খসড়া মূলত প্রস্তুত রয়েছে এবং তা আলোচ্যসূচিতেই রয়েছে"।
ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, ইরান এবং রাশিয়ার মধ্যে নভেম্বরের শেষের দিকে আলোচনার বর্তমান ধাপ শুরু হয়েছিল যেখানে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে অংশ নিয়েছিল।
তাদের লক্ষ্য ছিল ২০১৫ সালের জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (JCPOA) পুনরুজ্জীবিত করা যা ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে প্রত্যাহার করার সময় উদ্ঘাটন শুরু হয়েছিল।
গত সপ্তাহে রাশিয়া বলেছে, তারা এই মর্মে নিশ্চয়তা দাবি করছে যে, ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়ার অর্থনীতির ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের সাথে রাশিয়ার বাণিজ্যকে প্রভাবিত করবে না।
২০১৫ সালে মূল জেসিপিওএ (JCPOA)-এর মতো, মস্কো যেকোনো নতুন চুক্তি বাস্তবায়নে ভূমিকা পালন করবে বলে আশা করা হয়েছিল। উদাহরণস্বরূপ ইরান থেকে পরিশোধিত ইউরেনিয়ামের চালান প্রাপ্তির মাধ্যমে মস্কো ভূমিকা রাখবে বলে আশা করা হয়েছিল।
শুক্রবার বোরেল আরও বলেন যে, তিনি "বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং চুক্তিটি সম্পন্ন করতে জেসিপিওএ (#JCPOA) অংশগ্রহণকারীদের সাথে এবং যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ চালিয়ে যাবেন"। [এএফপি]