ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়ার ওপর ঐতিহাসিক নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে নিউজিল্যান্ড

সোমবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্ন। মার্চ ৭ ২০২২। ( পুল ফটো/ এপি)

রাশিয়ার সাথে জড়িতদের সম্পদ জব্দ করতে নিউজিল্যান্ডকে সক্ষম করবে- এমন একটি যুগান্তকারী আইন এই সপ্তাহে পাস হবে বলে আশা করা হচ্ছে।

ইউক্রেনে আক্রমণের প্রতিক্রিয়ায় নতুন রাশিয়া নিষেধাজ্ঞা বিল নিউজিল্যান্ড কর্তৃপক্ষকে ব্যক্তি, পরিষেবা, কোম্পানি এবং সম্পদ টার্গেট করার অনুমতি দেবে। নতুন আইনটি নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো একটি পৃথক দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের অনুমতি দেবে।

শুধুমাত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিষেধাজ্ঞা আরোপ করলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটি নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে পারে। কাউন্সিলে রাশিয়ার ভেটো অবশ্য নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা আরোপে বাধা দিয়েছে।

প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্ন বলেছেন, ইউক্রেন আক্রমণের কারণে একতরফা শাস্তিস্বরূপ তার সরকার নিউজিল্যান্ডে রাশিয়ার সম্পদ জব্দ করবে এবং নির্দিষ্ট ব্যক্তিদের মালিকানাধীন সুপারইয়ট, জাহাজ এবং বিমানগুলোকে দেশের জলসীমা বা আকাশসীমায় প্রবেশ করা বন্ধ করবে। রাশিয়ান শাসকগোষ্ঠী এবং বেলারুশসহ রাশিয়াকে সমর্থনকারী দেশগুলোকেও এসব পদক্ষেপের অন্তর্ভুক্ত করা হবে।

ওয়েলিংটন সরকার ১০০জনের নিউজিল্যান্ড ভ্রমণ নিষিদ্ধ করার একটি তালিকাও প্রকাশ করেছে। সোমবার আর্ডার্ন বলেছেন যে, নতুন আইনটি রাশিয়ার ওপর আর্থিক এবং রাজনৈতিক আঘাত হানবে।

মঙ্গলবার নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রী, নানিয়া মাহুতা বলেছেন, রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাসমূহ "প্রতিরোধের প্রাচীর" হিসেবে কাজ করবে এবং মস্কোকে বার্তা পাঠাবে যে ইউক্রেন আক্রমণ ভুল ছিল।

অস্ট্রেলিয়ান সরকার বলেছে যে তারা রাশিয়ার " অপপ্রচারকারী এবং ভুল তথ্য প্রচারকারীদের" বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা চালু করবে।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী, মারিস পেইন বলেছেন, "ইউক্রেনে নৌ, স্থল ও বিমান হামলা বাস্তবায়নের জন্য দায়ী" রাশিয়ান সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আর্থিক নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হবে।