রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভকারী কয়েক হাজার মানুষ আটক

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সেন্ট পিটার্সবার্গে বিক্ষোভে পুলিশ একজন বিক্ষোভকারীকে এভাবে আটক করে নিয়ে যাচ্ছে। ২রা মার্চ, ২০২২।

বিনা উসকানিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে যুদ্ধের বিরুদ্ধে রাশিয়া জুড়ে কয়েক ডজন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওইসব বিক্ষোভ থেকে হাজার হাজার লোককে আটক করা হয়েছে বলে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং একটি স্বাধীন প্রতিবাদ পর্যবেক্ষক রবিবার জানিয়েছে।

মনিটর ওভিডি-ইনফো জানিয়েছে, প্রায় ৫৩টি শহরে বিক্ষোভ চলাকালীন প্রায় ৩,৮৯৫ জনকে আটক করা হয়েছে। তারা আরও জানিয়েছে, আটককৃত মানুষের সংখ্যা রাশিয়ার পুলিশ বিভাগগুলি কর্তৃক প্রকাশিত তালিকার চেয়েও বেশি হতে পারে।

রাশিয়ান সংবাদ সংস্থা 'তাস' দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরিনা ভলককে উদ্ধৃত করে বলেছে, মস্কোতে প্রায় ১,৭০০ জনকে আটক করা হয়েছে, এছাড়া ৭৫০ জনকে আটক করা হয়েছে সেন্ট পিটার্সবার্গ থেকে। মস্কোতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রায় আড়াই হাজার লোকের একটি “অননুমোদিত সমাবেশে” অংশ নিয়েছিল।

অপরদিকে, সেন্ট পিটার্সবার্গে গ্রেপ্তার হওয়া ৭৫০ জন, ১৫০০ লোকের একটি সমাবেশে অংশ নিয়েছিল।

এছাড়া অন্যান্য অঞ্চলে ১,২০০ লোক বিভিন্ন সমাবেশে অংশ নেয় এবং সেখান থেকে প্রায় ১,০৬১ জনকে আটক করা হয় বলে, ইরিনা জানিয়েছেন।

মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে, বিরোধী কর্মীদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ভিডিও অনুসারে, সমবেত হাজার হাজার বিক্ষোভকারী "যুদ্ধকে না বলো!" এবং "আপনার লজ্জা থাকা উচিত!" ইত্যাদি স্লোগান দেয়।

ক্রেমলিনের কারাগারে বন্দী সমালোচক আলেক্সেই নাভালনি যুদ্ধের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের আহ্বান জানানোর পর, ভারত ও কাজাখস্তানসহ রাশিয়ার বাইরেও বিক্ষোভ হয়েছে।

কাজাখস্তানের সবচেয়ে বড় শহর, আলমাটিতে, কিছু বিক্ষোভকারী হুঁশিয়ারি দেয়, "এখুনি যুদ্ধ বন্ধ না হলে, রাশিয়ার পরবর্তী টার্গেট হবে কাজাখস্তান।"

[ এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া হয়েছে ]।