জাতিসংঘ পরমাণু নজরদারি সংস্থার প্রধান এখন তেহরানে 

তেহরানে পৌঁছে জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার প্রধান, রাফায়েল গ্রোসি ইরানের ইরানের জ্বালানি সংস্থার মুখপাত্র, বেহরুজ কামালভান্দি'র সঙ্গে আলোচনায় মিলিত হন, ৪ঠা মার্চ, ২০২২/এএফপি

জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার প্রধান শুক্রবার তেহরান পৌঁছেছেন এই আশা নিয়ে যে তিনি ২০১৫ সালের ইরান ও বিশ্ব শক্তিবর্গের মধ্যে সম্পাদিত চুক্তিটি পুনরুজ্জীবিত করতে সমর্থ হবেন। ব্রিটেন জানায় তারা এই চুক্তিটি সম্পাদনের খুব "কাছাকাছি"।

আন্তর্জাতিক পরমাণু জ্বালানি সংস্থা (IAEA) এর প্রধান রাফায়েল গ্রোসি'র শনিবার ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা, যে বৈঠককে সমঝোতায় পৌঁছে একটি চুক্তি সম্পাদনের জন্য গুরুত্বপূর্ণ বলে ভাবা হচ্ছে এবং এমন সময় তা হচ্ছে, যখন অস্ট্রিয়ার রাজধানীতে চুক্তিকে রক্ষা করার জন্য আলাপ আলোচনা চলছে ।

ওয়েবসাইটে এক বিবৃতিতে ইরানের জ্বালানি সংস্থা জানায়, “তেহরানে গ্রোসিকে স্বাগত জানান ইরানের জ্বালানি সংস্থার মুখপাত্র, বেহরুজ কামালভান্দি”।তিনি শনিবার ইরানি জ্বালানি সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন।

এর আগে শুক্রবার গ্রোসি টুইটারে লেখেন, "এটা এক সঙ্কটময় সময়, তবে সবার জন্যই ইতিবাচক ফলাফল আশা করা যায়"।

ইরানের পরমাণু বিষয় আলোচনার জন্য আগামী কয়েকটি দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করাহচ্ছে । সর্বসাম্প্রতিক এই আলোচনাটি শুরু হয়েছে ভিয়েনায় নভেম্বরের শেষ ভাগে।

ব্রিটেনের প্রতিনিধি দলের প্রধান, স্টেফানি অ্যাল-কাক শুক্রবার ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির আলোচনা প্রসঙ্গে বলেন, "আমরা চুক্তি সম্পাদনের খুব কাছাকাছি, ই-থ্রি বা ৩টি দেশের আলোচকেরা সংশ্লিষ্ট মন্ত্রীদের আলোচনার অগ্রগতি জানাতে কিছুটা সময়ের জন্য ভিয়েনা ত্যাগ করছেন । তিনি আরো জানান, "তারা আবার ফিরে আসতে প্রস্তুত রয়েছেন"।

চীন, ইরান ও রাশিয়ার আলোচকদের পাশাপাশি তারা নভেম্বরের শেষ ভাগ থেকে অস্ট্রিয়ার রাজধানীতে সর্বসাম্প্রতিক পর্যায়ের আলোচনায় অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে এই আলোচনায় অংশ নিচ্ছে।

গ্রোসি এ সপ্তাহের শুরুতে প্রত্যয় প্রকাশ করেন যে , আই-এ-ই-এ কখনো ইরানকে কতকগুলো অঘোষিত পরমাণু স্থাপনায় অতীতে পরমাণু উপাদানের উপস্থিতির কথা স্পষ্ট করে জানাতে তার চেষ্টা থেকে সরে আসবে না। ইরান জানিয়েছে পরমাণু চুক্তি সম্পাদনের জন্য তদন্ত বন্ধ করা প্রয়োজনীয়। গ্রোসি ভিয়েনায় ফিরে একটি সংবাদ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন পরমাণু চুক্তি আলোচনায় সভাপতিত্ব করছে এবং ইউনিয়নের বিদেশ নীতি বিষয়ক প্রধান, জোসেফ বোরেল শুক্রবার জানান, তিনি সপ্তাহান্তে ফলাফল আশা করছেন, তবে জোর দিয়ে বলেন, আলোচনা আরো চালাতে হবে।

২০১৫ সালের পরমাণু চুক্তি, পূর্বে যাকে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন বা (JCPOA) বলা হতো তার লক্ষ্য ছিল যে ইরান নিশ্চয়তা দেবে যে ইরানের পরমাণু কর্মসূচি পরমাণু অস্ত্র নির্মাণে ব্যবহার করা হবে না। ইরান সেই অঙ্গীকার করতে সবসময় অস্বীকার করেছে।

শুক্রবার দিনের আরও আগের দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেন, একটি চুক্তিতে পৌঁছালে তিনি অস্ট্রিয়ার রাজধানী সফর করতে প্রস্তুত রয়েছেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের উপ প্রেস মুখপাত্রী জেলিনা পোর্টার বলেন, আলোচকেরা সম্ভাব্য চুক্তি সম্পাদনের কাছাকাছি, তবে এখনো কিছু জটিল সমস্যা অমীমাংসিত রয়ে গেছে।

তবে তিনি বলেন, "ইরান যদি আন্তরিকতা দেখায় তবে কয়েকদিনের মধ্যেই আমরা জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন বা JCPOA- এর সম্পূর্ণ বাস্তবায়নে সম্মিলিত ভাবে ফিরে যেতে পারি এবং সেটাই উচিত"।

[এএফপি]