বাংলাদেশে ভোজ্যতেলের দাম বাড়ানোর আগে বিটিটিসির প্রতিবেদন চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৮০ টাকা করার প্রস্তাব কোম্পানিগুলোর। (ছবি- ইউএনবি)

ভোজ্যতেলের বর্তমান আমদানি ও বাজার দর সম্পর্কে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশে ভোজ্যতেলের দাম আরেক দফা বাড়াতে কোম্পানিগুলোর দেওয়া প্রস্তাব যৌক্তিক কি না তা বিবেচনার আগে এ সম্পর্কে তথ্য চাইল বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ইউএনবিকে বলেন, “আমরা বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনকে (বিভিওআরভিএমএ) এখনই দাম না বাড়াতে বলেছি।”

তিনি বলেন, “বিটিটিসি থেকে প্রতিবেদন পাওয়ার পর প্রস্তাবিত দাম আমদানি মূল্যের অনুপাতে যুক্তিসঙ্গত কি না আমরা সিদ্ধান্ত নেব।”

এর আগে রবিবার বিভিওআরভিএমএ এক চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয়কে জানায় তেলের নতুন দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে।

তবে এতে সম্মত হয়নি মন্ত্রণালয়। কোম্পানিগুলো বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১২ টাকা বাড়িয়ে ১৮০ টাকা করার প্রস্তাব করেছে।