বেসামরিক বিমান চলাচল বন্ধ ঘোষণা করল ইউক্রেন

কিয়েভে ইউক্রেনের মাদারল্যান্ড স্মৃতিস্তম্ভের একটি দৃশ্য। ১৩ ফেব্রুয়ারি ২০২২।

ইউক্রেন বৃহস্পতিবার জানায় যে, নিরাপত্তার ক্ষেত্রে “অত্যধিক ঝুঁকির” কারণে বেসামরিক বিমান চলাচলের জন্য তারা তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। একই সাথে ইউরোপের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা, সামরিক কার্যকলাপের কারণে রাশিয়া ও বেলারুশের সীমান্ত সংলগ্ন এলাকায় বিমান চলাচলের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে একটি সামরিক অভিযান অনুমোদন করেন। এর ফলে আপাতদৃষ্টিতে ইউরোপে যুদ্ধের সূচনা হল।

ইউক্রেনের রাষ্ট্রীয় এয়ার ট্র্যাফিক সার্ভিসেস এন্টারপ্রাইজ তাদের ওয়েবসাইটে জানায় যে, বৃহস্পতিবার ০০৪৫ ঘটিকা থেকে, দেশটির আকাশসীমা বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে্ এবং বিমান চলাচল ট্র্যাফিক পরিষেবা স্থগিত করা হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেইফটি এজেন্সি (ইএএসএ) জানায় যে, রাশিয়া ও বেলারুশের অভ্যন্তরে, ইউক্রেনের সীমান্ত থেকে ১০০ নটিক্যাল মাইল (১৮৫ কিলোমিটার) পর্যন্ত এলাকাও এয়ারলাইন্সগুলোর জন্য নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে।

২০১৪ সালে পূর্ব ইউক্রেনে মালায়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭ ভূপাতিত করার পর থেকে, বিমান শিল্প সংশ্লিষ্টরা বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে সংঘাতময় এলাকার ঝুঁকি সম্পর্কে অত্যন্ত সচেতন অবস্থানে রয়েছে।

ইএএসএ জানায় যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক ইউক্রেনকে একটি জরুরি বার্তা পাঠিয়ে সতর্ক করেছে যে, বৃহস্পতিবার ০০৪৫ ঘটিকা থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জামের ব্যবহারের কারণে বিমান চলাচলের নিরাপত্তার ক্ষেত্রে অত্যধিক ঝুঁকি রয়েছে এবং ইউক্রেনের বিমান চলাচল নিয়ন্ত্রণকারীদের বিমান চলাচল বন্ধ করতে বলা হয় বার্তাটিতে।

রাশিয়াও ইউক্রেনের সাথে তাদের সীমান্তের পূর্ব দিকে রস্টভ সেক্টরে কিছু আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। বিমানচালকদের প্রতি পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় যে, বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে “নিরাপত্তা প্রদানে” এমনটি করা হচ্ছে।