ব্রিটেনের রানী এলিজাবেথ কোভিডে আক্রান্ত

ব্রিটেনের রানী এলিজাবেথ (ফাইল ছবি)।

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ (৯৫) কোভিড পরীক্ষার পর পজিটিভ হয়েছেন এবং তিনি কোভিডের মৃদু লক্ষণগুলো অনুভব করছেন। তবে সামনের সপ্তাহে তিনি সীমিত পরিসরে তার দায়িত্ব চালিয়ে যাওয়ার আশা করছেন। বাকিংহাম প্যালেস রবিবার (২০ ফেব্রুয়ারি) জানিয়েছে।

“আজ রানীর কোভিড পরীক্ষার পর তার সংক্রমণ ধরা পড়েছে”, প্যালেস বলেছে। “রানী হালকা ঠান্ডাজনিত সর্দির মতো লক্ষণ অনুভব করছেন তবে, আগামী সপ্তাহে তিনি উইন্ডসরে সীমিত পরিসরে দায়িত্ব পালন করার আশা করছেন।”

“তার চিকিৎসা সেবা অব্যাহত থাকবে এবং তিনি সকল প্রয়োজনীয় নির্দেশনাসমূহ মেনে চলবেন”, প্যালেস থেকে বলা হয়।

সিংহাসনের উত্তরাধিকারী ৭৩ বছর বয়সী চার্লস এই মাসের শুরুতে দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হলে, একটি অনুষ্ঠান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন। প্যালেসের একটি সূত্র জানিয়েছে, তিনি কয়েক দিন আগে রানীর সঙ্গে দেখা করেছিলেন।

গত অক্টোবরে অনুল্লেখিত কারণে এক রাত হাসপাতালে থাকার পর থেকেই রানীর স্বাস্থ্যের বিষয়টি আলোচনায় উঠে আসে। চিকিৎসকেরা তারপর রানীকে বিশ্রামে থাকার উপদেশ দিয়েছিলেন। রানী বিশ্বের সবচেয়ে বয়স্ক এবং দীর্ঘ সময় ধরে সিংহাসনে অধিষ্ঠিত।

চার্লস করোনায় সংক্রমিত এবং তার সঙ্গে প্রথম সামনা সামনি সাক্ষাতের পর বুধবার রসিকতা করে রাজপরিবারের সদস্যদের রানী বলেছিলেন যে, তিনি খুব বেশি নড়াচড়া করতে পারছেন না।