বেইজিং শীতকালীন গেমসে ফিনল্যান্ডের পুরুষ আইস হকি দল রবিবার (২০ ফেব্রুয়ারি) রাশিয়ান অলিম্পিক কমিটি (আরওসি)-কে ২-১ গোলে হারিয়ে অলিম্পিক মঞ্চের শীর্ষে নিজেদের নিয়ে স্বর্ণপদক জিতেছে।
এ খেলায় ভিল পোক্কা ও হ্যানেস বোরনিনেন একটি করে গোল করেন। তাদের গোলরক্ষক হ্যারি সাতেরি গোলপোস্টের নেটের সামনে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি ফিনল্যান্ডের নেটে আসা ১৭টি আক্রমণ পরাস্ত করে বর্তমান চ্যাম্পিয়ন রাশিয়ার বিপক্ষে জয় ও সোনা নিশ্চিত করেন।
অলিম্পিকের পুরষ্কার মঞ্চে ফিনল্যান্ডের উপস্থিতি নিয়মিতই দেখা যায়। গত সাতটি আসরের মধ্যে পাঁচটিতেই তারা পদক নিয়ে দেশে ফিরেছে। তবে, রবিবারের জয়ের আগ পর্যন্ত তারা কখনো শীর্ষ পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়নি।
ফিনিসরা এর আগে ১৯৮৮ সালে ক্যালগেরি গেমস ও ২০০৬ সালে তুরিন অলিম্পিকের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় নিশ্চিত করতে পারেননি। এবার তৃতীয়বারের মতো ফাইনালে অংশ নিয়ে নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হলো।
অন্যদিকে শনিবার কিশোর তারকা জুরাজ স্লাফকভস্কির করা দুই গোলের হাত ধরে সুইডেনকে ৪-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে স্লোভাকিয়া। পুরুষ আইস হকিতে এটি তাদের প্রথম অলিম্পিক পদক।