চলে গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় অ্যাপোলো হাসপাতালে জীবনাবসান হয় তার। সকাল থেকেই অবনতি হয়েছিল তার শারীরিক অবস্থার, সন্ধেয় চলে গেলেন গীতশ্রী। এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে সঙ্গীতজগতে।
শোকবার্তা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
টুইটারে তিনি লিখেছেন, “কিংবদন্তীপ্রতিম সঙ্গীতশিল্পী, অমর সুরসাধিকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরতম শোক প্রকাশ করছি। দশকের পর দশক ধরে তিনি তাঁর অবিস্মরণীয় কণ্ঠমাধুর্যের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর গাওয়া অসংখ্য গান সঙ্গীতপ্রেমীদের পছন্দের তালিকায় আজও শীর্ষে রয়েছে।”
মুখ্যমন্ত্রী এরপর বলেন, “স্বর্ণকণ্ঠী গীতশ্রী সন্ধ্যাদির সঙ্গে আমার দীর্ঘদিনের হৃদ্যতা। দিদি-বোনের সম্পর্ক ছিল আমাদের মধ্যে। তাঁর মৃত্যুতে আমি আমার অগ্রজাকে হারালাম।”
জানা গেছে, গীতশ্রীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রবীন্দ্রসদনে তার মরদেহ রাখা হবে। মুখ্যমন্ত্রী আসার পরে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। আপাতত গোটা বিষয়টি তদারক করার সম্পূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিমকে।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রথমবার তৃণমূল ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গ সরকার তাকে ২০১১ সালে 'বঙ্গবিভূষণ' দেয়। এরপর ২০১২ সালে 'সঙ্গীত মহাসম্মান' ও ২০১৫ সালে 'ওস্তাদ বড়ে গোলাম আলি বিশেষ সঙ্গীতসম্মান'-এও ভূষিত হন তিনি। এছাড়াও আমৃত্যু পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাদেমির সভাপতিও ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।