জাপান থেকে আসা দুই শিশুর বিষয়ে আপিলের আদেশ ১৩ ফেব্রুয়ারি

জাপান থেকে আসা দুই শিশুর সঙ্গে বাবা বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান শরীফ। (ছবি- ইউএনবি)

জাপান থেকে বাংলাদেশে আসা দুই শিশু নাকানো জেসমিন মালেকা ও নাকানো লায়লা লিনাকে নিজ হেফাজতে রাখতে তাদের মা নাকানো এরিকোর করা আপিলের ওপর আদেশের জন্য ১৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এরিকোর করা আপিলের শুনানিকালে এ আদেশ দেন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিশুরা তাদের মায়ের কাছে থাকবে।

সুপ্রিম কোর্ট এরিকো এবং ইমরানের আইনজীবীদের এই সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে দুই সন্তানের হেফাজতের বিষয়ে ইস্যুটি নিষ্পত্তি করার চেষ্টা করতে বলেছেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ জুলাই এরিকো ও ইমরান শরীফের বিয়ে হয়। তাদের তিন মেয়েসন্তান রয়েছে। গত বছরের ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান। এরপর ২১ ফেব্রুয়ারি ইমরান তাঁর দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। ছোট মেয়ে জাপানে রয়েছে।

ইমরানের কাছ থেকে ১০ ও ১২ বছর বয়সী দুই মেয়েশিশুকে ফিরে পেতে ঢাকায় এসে গত বছরের ১৯ আগস্ট রিট করেন এরিকো। পরে ছোট মেয়েকে ফিরে পেতে আরেকটি রিট করেন ইমরান।