ব্রিটেনের প্রিন্স চার্লস তার মা রানী এলিজাবেথ-এর সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তিতে রবিবার আয়োজিত শ্রদ্ধা নিবেদন আয়োজনে নেতৃত্ব দেন। চার্লস বলেন যে এটি দেশটির ঐক্যবদ্ধ হওয়ার এবং দেশের প্রতি রানীর অবদানকে উদযাপন করার একটি সুযোগ।
চার্লস শনিবার রানীর প্রদত্ত বিবৃতির জন্যও রানীকে ধন্যবাদ জানান। সেখানে রানী বলেন, তিনি আশা করেন যে সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে চার্লস যখন রাজা হবেন, তখন রাজার স্ত্রী হিসেবে ক্যামিলা তার ভূমিকা পালন করবেন।
চার্লস এক বিবৃতিতে বলেন, “আমার মায়ের প্রকাশ করা অভিলাষ কতটা সম্মানের, সে ব্যাপারে আমরা সম্যক অবগত।” তিনি আরও বলেন, “যখন আমরা একসাথে মহামান্য রানী এবং দেশের জনগণকে সেবা ও সমর্থন করার চেষ্টা করেছি, তখন আমার প্রিয় স্ত্রী সবসময়ই আমার পাশে আমার সমর্থক হিসেবে ছিল।”
“এই বছরের অভূতপূর্ব প্লাটিনাম জয়ন্তী রানীর কর্তব্য পালনকে উদযাপন করতে আমাদের সবাইকে আরও কাছে আসার সুযোগ করে দিয়েছে। সামনের বছরগুলোতেও আমরা তারই দৃষ্টান্তে এগিয়ে যাব।”