ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যে ইউরোপে আরও সৈন্য পাঠাচ্ছেন বাইডেন

প্রেসিডেন্ট জো বাইডেন নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ সামরিক স্থাপনা সফরকালে সৈন্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। ২২ নভেম্বর ২০২১।

প্রেসিডেন্ট জো বাইডেন এই সপ্তাহে নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে প্রায় ২,০০০ সৈন্য পোল্যান্ড এবং জার্মানিতে পাঠাচ্ছেন। অন্যদিকে, জার্মানির-ঘাঁটিতে থাকা প্রায় ১,০০০ সৈন্যকে রোমানিয়াতে স্থানান্তরিত করতে যাচ্ছেন। বুধবার একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা এই খবর জানিয়েছেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন , রাশিয়ান অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি ইউক্রেনে আমেরিকান সৈন্য মোতায়েন করবেন না, যদিও যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতিরক্ষার জন্য সে দেশে অস্ত্র সরবরাহ করছে।

ইউক্রেনের সীমান্তে রাশিয়ার বিপুল সংখ্যক সামরিক বাহিনী জড় করা নিয়ে স্থবির আলোচনার মধ্যেই এই সামরিক পদক্ষেপ নেয়া হচ্ছে। আর এর ফলে ইউরোপ জুড়ে ক্রমবর্ধমান এই আশঙ্কার কথাই গুরুত্ব পাচ্ছে যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণ করতে প্রস্তুত। নেটো জোটের পূর্ব দিকের ছোট ছোট দেশগুলি উদ্বিগ্ন হয়ে পড়েছে যে তারাও রাশিয়ার পরবর্তী লক্ষ্য হতে পারে, যদিও রাশিয়া বলছে, তাদের সংঘাত শুরু করার কোন ইচ্ছা নেই এবং কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবার ব্যাপারে তারা আগ্রহী।

বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সামরিক পদক্ষেপগুলি এখনও ঘোষণা করা হয়নি।

বাইডেন সম্প্রতি বলেছিলেন যে, তিনি চুক্তির মিত্র হিসাবে আমেরিকান প্রতিশ্রুতির আশ্বাস অনুযায়ী, পূর্ব ইউরোপে নেটো মিত্রদের সুরক্ষায়, অতিরিক্ত আমেরিকান সৈন্য পাঠাতে চান।

পেন্টাগন মিত্রদের অতিরিক্ত আশ্বাস হিসাবে ইউরোপে সম্ভাব্য সৈন্য মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থিত প্রায় ৮, ৫০০ সৈন্যকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে এবং কর্মকর্তারা সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন যে, অতিরিক্ত ইউনিটকে শীঘ্রই সর্বোচ্চ সতর্কতায় মোতায়েন করা হতে পারে।

কূটনৈতিক পথে সমাধানের অগ্রগতি লেশমাত্র দেখা না দেওয়ায় ওয়াশিংটন এবং মস্কো ইউক্রেন নিয়ে বস্তুত সরাসরি বিবাদে লিপ্ত হয়েছে। বুধবার একটি স্প্যানিশ সংবাদপত্র জানিয়েছে, মস্কো ইউক্রেনের সীমানা থেকে সরে গেলে, ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে উত্তেজনা কমাতে, যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে একটি চুক্তি করতে ইচ্ছুক হতে পারে।

রাশিয়া প্রতিবেশী বেলারুশসহ ইউক্রেনের সীমান্তের কাছাকাছি ট্যাঙ্ক, সাঁজোয়া বাহিনী, হেলিকপ্টার এবং যুদ্ধবিমান বেষ্টিত প্রায় ১ লক্ষ সৈন্য মোতায়েন করার পর, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আশঙ্কা সাম্প্রতিক মাসগুলিতে বেড়েছে। তবে রাশিয়ার কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, ইউক্রেনে আক্রমণ করার কোন ইচ্ছা মস্কোর নেই।