ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর দপ্তর রবিবার জানায়, ম্যাক্রো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বলেছেন যে পরমাণু তৎপরতা সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেয়া বিষয়ক চুক্তি সম্পাদন এখনো সম্ভব, তবে সেই লক্ষ্যে আলোচনা ত্বরান্বিত করা প্রয়োজন ।
ই-থ্রি নামে পরিচিত ৩টি দেশ, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত ভিয়েনা চুক্তিটি বাঁচানোর প্রয়াস চালাচ্ছে। তবে পশ্চিমি কূটনীতিকেরা জানাচ্ছেন ২৭শে ডিসেম্বর থেকে শুরু হওয়া আলোচনা যা এখন ৮ম দফায় চলছে, তা খুব ধীর গতিতে এগোচ্ছে ।
ইরান পশ্চিমি শক্তিদের আরোপিত যে কোনো সময়সীমা প্রত্যাখ্যান করেছে।
প্রেসিডেন্ট রাইসির সঙ্গে শনিবার ম্যাক্রোঁর টেলিফোন সংলাপ শেষে এলিসি প্যালেস এক বিবৃতিতে জানায় "ইরান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট তার প্রত্যয় পুনর্ব্যক্ত করে বলেছেন কূটনৈতিক একটি সমাধান সম্ভবপর এবং তা অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন যে চুক্তি সম্পাদনে সকল পক্ষের স্পষ্ট ও যথেষ্ট প্রতিশ্রুতি আবশ্যক"।
বিবৃতিতে আরো বলা হয় "ভিয়েনায় আলোচনা পুনরায় শুরু হওয়ার কয়েক মাস পরে তিনি এই আলোচনায় দ্রুত ও বাস্তব অগ্রগতির প্রয়োজনীয়তার প্রতি জোর দিয়েছিলেন"।
বিবৃতিতে জানানো হয় "তিনি ইরান কর্তৃক গঠনমূলক পদক্ষেপ প্রদর্শন এবং বাধ্যবাধকতার পুরো বাস্তবায়নে ফিরে যাওয়ার প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব আরোপ করেছিলেন"।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এছাড়াও জানুয়ারী মাসে পুনরায় কারাদণ্ডপ্রাপ্ত ফরাসি-ইরানি নৃবিজ্ঞানী/গবেষক ফারিবা আদেলখাহ এবং ফরাসি পর্যটক, বেঞ্জামিন ব্রিয়ের'র অবিলম্বে মুক্তির আবেদন জানান। গোয়েন্দাবৃত্তির দায়ে ব্রিয়েরকে মঙ্গলবার ৮ বছরের কারাদণ্ড দেয়া হয়।
[রয়টার্স]