ভারতীয় সেনারা পাঁচ কাশ্মীরি জঙ্গিকে হত্যা করেছে–ভারতীয় পুলিশ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে গ্রেনেড হামলার স্থানে পাহারা দিচ্ছেন নিরাপত্তা কর্মীরা। ২৫শে জানুয়ারি, ২০২২। (ছবি- এপি)

ভারতীয় সেনারা রবিবার (৩০ জানুয়ারি) কাশ্মীরে জঙ্গিবাদ বিরোধী অভিযানে জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের শীর্ষ কমান্ডারসহ পাঁচ জঙ্গিকে করেছে, জানিয়েছে পুলিশ।

কাশ্মীর পুলিশের প্রধান বিজয় কুমার রয়টার্সকে জানিয়েছেন, কাশ্মীরের রাজধানী শ্রীনগরের দক্ষিণে রাতভর চলা দুটি অভিযানে তারা নিহত হয়েছে।

“গোপন তথ্যের ভিত্তিতে আমরা কয়েকটি জায়গায় অভিযান চালাই। দুটি পৃথক বন্দুকযুদ্ধে জইশ-ই-মোহাম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি এবং কাফিল নামের একজন পাকিস্তানি নাগরিকসহ পাঁচজন নিহত হয়”, কুমার বলেন।

তিনি আরও জানান, “শনিবার দক্ষিণ শ্রীনগরে জঙ্গিরা এক পুলিশ কর্মকর্তাকে তার নিজ বাড়ির সামনে হত্যা করে”।

ভারতীয় পুলিশের তথ্যমতে, ভারতশাসিত কাশ্মীরে চলতি জানুয়ারি মাসে বন্দুকযুদ্ধে আটজন পাকিস্তানি নাগরিকসহ ২১ জন জঙ্গি নিহত হয়েছে।

গত বছর বিবাদমান এই অঞ্চলে সাধারণ নাগরিকসহ একাধিক নিহতের ঘটনা ঘটে। এ সময় জঙ্গিরা বহিরাগত শ্রমিক এবং সংখ্যালঘু হিন্দু এবং শিখদের লক্ষ্যবস্তু বানিয়েছে।

এর জবাবে ভারতীয় নিরাপত্তা বাহিনী ব্যপক ধরপাকড় চালায় মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গত বছর কাশ্মীর উপত্যকায় মোট ১৮৯ জন জঙ্গি নিহত হয়েছে।