টেনিসের পুরুষ বিভাগে রেকর্ড ২১ তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন রাফায়েল নাদাল

ম্যাচ জেতার পর নরম্যান ব্রুকস চ্যালেঞ্জ কাপকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত নাদাল। ৩১ জানুয়ারী, ২০২২।

প্রথম কোনো টেনিস খেলোয়াড় হিসেবে রাফায়েল নাদাল ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতে পুরুষদের এককে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতার রেকর্ড ভেঙেছেন। প্রায় সাড়ে পাঁচ ঘন্টার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ২-০ সেটে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত রুশ টেনিস তারকা দানিল মেদভেদেভকে হারিয়ে শিরোপা জিতে নেন স্পেনের রাফায়েল নাদাল।

পঞ্চম সেটে ৫-৪ গেমে এগিয়ে থাকা অবস্থায় নাদাল যখন জয়ের জন্য সার্ভ করছিলেন, তখন তার সার্ভ ব্রেক করেন মেদভেদেভ। তবে দুই গেম পরে আর কোনও ভুল তিনি করেননি। জিতে নেন সেট, জিতে নেন শিরোপা।

৩৫ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডের এখন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার এবং নোভাক জোকোভিচের চেয়ে সংখ্যায় একটি বেশি বড় শিরোপা জয়ের রেকর্ড তৈরি হলো।

২-৬, ৬-৭ (৫), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে জয়লাভের মধ্য দিয়ে নাদাল হলেন টেনিস ইতিহাসের চতুর্থ ব্যক্তি, যিনি টেনিসের প্রধান চারটি শিরোপার প্রত্যেকটি অন্তত দুইবার করে জিতেছেন।