পরামর্শদাতাকে সরিয়ে দিয়ে দলের নেতৃত্বে এখন কাজাখ প্রেসিডেন্ট

ফাইল ছবি, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জমার্ট টোকায়েভ ও সাবেক প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ আস্তনায় এক অনুষ্ঠানে, ২০শে মার্চ, ২০১৯ ছবি/এপি

কাজাখস্তানের শীর্ষ নের্তৃত্বের জন্য লড়াইয়ে রক্তাক্ত সংকটের পর দেশটির প্রেসিডেন্টকে শুক্রবার ক্ষমতাসীন দল চেয়ারম্যান হিসাবে ভোট দেয় এবং তার পরামর্শদাতা ও সাবেক রাষ্ট্র প্রধান নুরসুলতান নাজারবায়েভকে অপসারণ করা হয়।

তার দপ্তর টুইটার মারফত জানায়, "অসাধারণ ২১তম দলীয় কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী কাজাখস্তানের প্রেসিডেন্ট, কাসিম জমার্ট-টোকাইভকে সর্বসম্মতি ক্রমে নূর ওটান পার্টির চেয়ারম্যান হিসাবে মনোনীত করা হল"।

জানুয়ারী মাসে অভাবনীয় অশান্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে ২২৫জনের মৃত্যুর পর এই পদক্ষেপ নেয়া হল। টোকায়েভ এ মাসে ৮১ বছর বয়সী নাজারবায়েভের উত্তরাধিকার নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বিশেষত মধ্য এশিয়ার এই ধনী দেশটিতে অভিজাত ও দরিদ্র সম্প্রদায়ের মধ্যে ক্রমবর্ধমান অসাম্য নিয়ে প্রশ্ন তোলেন।

নাজারবায়েভ সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র, কাজাখস্তান শাসন করেছেন প্রায় ৩ দশক ধরে, কোনো বিরোধিতার মুখোমুখি হন নি । ২০১৯ সালে তাকে প্রেসিডেন্ট হিসেবে স্থলাভিষিক্ত করতে ৬৮ বছর বয়সী, আজীবন কূটনীতিক ও তৎকালীন অনুগত টোকায়েভকে হিসাবে বেছে নেন। মনোনয়ন গ্রহণ করে টোকায়েভ নাজারবায়েভের বিরুদ্ধে তার পূর্বতন সমালোচনা নমনীয় করেছিলেন এবং তার পূর্বসূরির দেশ গড়ার সাফল্যের প্রশংসা করেন।

তিনি বলেন, "দেশজুড়ে নানা ধরণের নেতিবাচক গুজবের কথা আমি শুনেছি । তবে রাষ্ট্র প্রধান হিসাবে আমি আবারো বলছি যে আমাদের প্রথম প্রেসিডেন্ট দেশকে মজবুত স্থানে নিতে অনেক কিছু করেছেন"।

তবে ১১ই জানুয়ারী আইনপ্রণেতা ও সরকারি কর্মকর্তাদের কাছে ভাষণে টোকায়েভ পরামর্শদাতার সমালোচনা করে বলেন যে, তিনি দেশের বিশাল অর্থ সম্পদ সাধারণ মানুষের কাছে বিতরণ করতে ব্যর্থ হয়েছেন, যার কারণে তার শাসনামলে.এমনকি আন্তর্জাতিক মানদন্ডেও,গড়ে উঠেছিল এক ধনাঢ্য সমাজ।

১৮ই জানুয়ারী সঙ্কট শুরু হওয়ার পর জনসমক্ষে প্রথম এসে তিনি তার পূর্বসূরির সঙ্গে কোনো দ্বন্দ্বের কথা অস্বীকার করেন, শুধু তাকে পেনশনভোগী বলে উল্লেখ করেন।


[এএফপি]