পেনসিলভেনিয়ায় বানরবাহী ট্রাক দুর্ঘটনা, কয়েকটি বানর নিখোঁজ

শুক্রবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে, ১০০ টি বানর নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক, দুর্ঘটনার শিকার হয়েছে বলে স্টেট পুলিশ জানিয়েছে। ট্রাকটি থেকে, আপাতদৃষ্টিতে পালিয়ে যাওয়া, অন্তত তিনটি বানরকে খুঁজছে কর্তৃপক্ষ।

পেনসিলভেনিয়ার স্টেট পুলিশ ট্রুপার, অ্যানড্রেয়া পেলাচিক, দ্য ডেইলি আইটেম পত্রিকাকে বলেন যে, মনটুর কাউন্টিতে দুপুরবেলা, বানরবহনকারী ঐ ট্রাকটির অপর একটি আবর্জনাবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

পেলাচিক জানান যে, ট্রাকটি একটি গবেষণাগারে যাচ্ছিল।

বাসিন্দাদের কেউ বানরগুলো দেখতে পেলে, স্টেট পুলিশকে ৫৭০-৫২৪-২৬৬২ নম্বরে খবর দিতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় কোন মানুষ বা জীবজন্তু আহত হয়েছে কি না , সেটি স্পষ্ট নয়।