সুদানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধের জন্য সেনাবাহিনীর প্রতি জাতিসংঘের আহ্বান

সুদানের খার্তুমে হাজার হাজার মানুষ ২০২১ সালের ২৫শে অক্টোবর, অভ্যুত্থানের প্রতিবাদে রাস্তায় নেমে আসে যা দেশটিকে অচলাবস্থায় নিমজ্জিত করেছে। ছবি-এপি

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় তাদের কথায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সুদানের নিরাপত্তা বাহিনীর নৃশংস, অসামঞ্জস্যপূর্ণ বল প্রয়োগের নিন্দা জানিয়েছে এবং বলেছে যে এই বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই প্রতিদিন নিহত ও আহত হচ্ছে বলে জানা গেছে।

সেনাবাহিনী ২৫শে অক্টোবর সুদানের বেসামরিক সরকারের বিরুদ্ধে একটি অভ্যুত্থান ঘটায়। তারপর থেকে, সুদানের ডাক্তারদের কেন্দ্রীয় কমিটির বিশ্বাসযোগ্য পরিসংখ্যান থেকে দেখা যায় যে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ৭১ জনকে হত্যা করেছে এবং ২২০০ জনেরও বেশি লোককে আহত করেছে। এদের মধ্যে এ বছর ১৭ জন নিহত হয়েছে।

জাতিসংঘের পর্যবেক্ষকরা জানিয়েছেন যে এই ধরনের নৃশংসতা প্রায় প্রতিদিনই ঘটছে। সোমবার, তারা উল্লেখ করেছেন নিরাপত্তা বাহিনী রাজধানী খার্তুমে একটি বিক্ষোভ ভাঙতে গোলাবারুদ ব্যবহার করেছে, সাতজন বিক্ষোভকারীকে হত্যা করেছে এবং কয়েক ডজন আহত হয়েছে।

আন্তর্জাতিক আইনের অধীনে গোলাবারুদ ব্যবহার শুধুমাত্র শেষ অবলম্বন হিসাবে অনুমোদিত। জাতিসংঘের মানবাধিকারের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন, এই লঙ্ঘনের একটি সম্পূর্ণ স্বাধীন তদন্ত অবিলম্বে হওয়া উচিত। তিনি আরো বলেন, কর্তৃপক্ষকে অবশ্যই মানবাধিকার লঙ্ঘনের জন্য অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।

শামদাসানি বলেছেন, "এই তদন্তগুলি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে, এটি বিক্ষোভকারীদেরও একটি আহ্বান। তারা বেসামরিক শাসনের তদন্তের আহ্বান জানাচ্ছে এবং তারা জবাবদিহিতার আহ্বান জানিয়েছে। প্রতিবারই যখন অতিরিক্ত হত্যাকাণ্ড, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে অতিরিক্ত সহিংসতা চালানো হয় তখন এই প্রতিবাদ আন্দোলন আরও সাহস সঞ্চয় করে , আরও উত্সাহিত হয় এবং আরও সহিংসতা দেখা দেয়”।

তিনি বলেন, এটা স্পষ্টতই সুদানে টেকসই, শান্তিপূর্ণ বেসামরিক শাসন পুনঃপ্রতিষ্ঠার পথ নয়।

শামদাসানি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে সামরিক কর্তৃপক্ষ জনশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে দাবি করে তাদের কর্মকাণ্ডের ন্যায্যতা প্রমাণ করছে। তিনি বলেন, তারা দাবি করে যে বিক্ষোভকারীরা সহিংসতা প্রদর্শন করেছে এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন একজন সেনা কর্মকর্তার হত্যার জন্যও দায়ী।

তবে শামদাসানি বলেন, “কিন্তু বিক্ষোভের বিষয়ে আমাদের পর্যবেক্ষণে দেখা গেছে যে তারা প্রধানত শান্তিপূর্ণ। আমরা সবচেয়ে বেশি যে শক্তি ব্যবহার করতে দেখেছি তা হল বিক্ষোভকারীরা পাথর ছুড়ছে। তার বিপরীতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী যে গোলাবারুদ ব্যবহার করছে তা বিক্ষোভকারীদের পাথর ছোঁড়ার সাথে তুলনা করা যায় না”।

শামদাসানি উল্লেখ করেন জাতিসংঘ সামরিক নেতাদের দেশের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয় না। যাইহোক, তারা বর্তমানে দায়িত্বে রয়েছে সুদানের কার্যত কর্তৃপক্ষ হিসাবে।