ছবিতে মার্টিন লুথার কিং জুনিয়র
মোহাম্মদ আলী এবং মার্টিন লুথার কিং সাংবাদিকদের সাথে কথা বলছেন। মার্চ ২৯, ১৯৬৭।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মার্টিন লুথার কিং এবং ম্যালকম এক্স। ম্যালকম এক্স যুক্তরাষ্ট্রের সিভিল রাইটস মুভমেন্টের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে একজন ছিলেন। মার্চ ২৬, ১৯৬৪।
লিংকন মেমোরিয়াল-এ মার্টিন লুথার কিং-এর বিখ্যাত “আই হ্যাভ আ ড্রিম” ভাষণের সময় তোলা একটি ছবি। আগস্ট ২৮, ১৯৬৩।
হোয়াইট হাউজে সিভিল রাইটস মুভমেন্টের কয়েকজন নেতার সাথে প্রেসিডেন্ট জন এফ কেনেডি। বাম দিক থেকে: হুইটনি ইয়াং, মার্টিন লুথার কিং, জন লুইস, জোখিম প্রিনজ্, ইউজিন পি ডনালি, এ ফিলিপ র্যানডলফ, কেনেডি, ওয়ালটার রিউথার, ভাইস প্রেসিডেন্ট জনসন (পিছনে), এবং রয় উইলকিন্স
স্ত্রী কোরেটার সাথে মার্টিন লুথার কিং। মার্চ ২২, ১৯৫৬।
অ্যালাবামার সেলমায় র্যালীতে মার্টিন লুথার কিং। মার্চ ২১, ১৯৬৫।