তিন বছর কারাগারে থাকার পর মুক্তি পেলেন সৌদি রাজকুমারী

FILE - সৌদি রাজকুমারী বাসমাহ বিনতে সৌদ বিন আবদুল আজিজ ১২ই এপ্রিল, ২০১৭ সালে ওয়াশিংটন, ডিসি-তে মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটে মধ্যপ্রাচ্যে মহিলাদের ভূমিকার উপর আলোচনার সময় বক্তৃতা দিচ্ছেন। ছবি- এএফপি

সৌদি কর্তৃপক্ষ একজন রাজকুমারী এবং তার মেয়েকে মুক্তি দিয়েছে। এই রাজকুমারীকে প্রায় তিন বছর ধরে কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছিল। শনিবার তার আইনি উপদেষ্টা এ কথা জানিয়েছন।

৫৭ বছর বয়সী রাজকুমারী বাসমাহ বিনতে সৌদ বিন আব্দুল আজিজ আল সৌদ একজন ব্যবসায়ী, অধিকারকর্মী এবং রাজপরিবারের সদস্য। তিনি তার প্রাপ্তবয়স্ক কন্যা সৌহৌদ আল শরীফের সাথে ২০১৯ সালের মার্চ মাসে নিখোঁজ হয়েছিলেন।

তার আইনি উপদেষ্টা হেনরি এস্ট্রাম্যান্ট বলেছেন, "দুই নারীকে এই অযৌক্তিক কারাবাস থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং বৃহস্পতিবার জেদ্দায় তারা তাদের বাড়িতে পৌঁছেছে।"

হেনরি এস্ট্রাম্যান্ট বলেছেন, "রাজকুমারী ভাল আছেন, তবে চিকিৎসা বিশেষজ্ঞের সাথে সাক্ষাত করবেন। তিনি ক্লান্ত বলে মনে হচ্ছে কিন্তু মানসিক দিক দিয়ে ভাল আছেন এবং সরাসরি তার ছেলেদের সাথে পুনরায় মিলিত হতে পেরে কৃতজ্ঞবোধ করছেন।"

সৌদি সরকারের মিডিয়া অফিস তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য অনুরোধের জবাব দেয়নি। সরকার এ বিষয়ে প্রকাশ্যে কখনও কোনো মন্তব্য করেনি।

২০২০ সালে, রাজকুমারী বাসমাহ তার সামাজিক মিডিয়া চ্যানেলের মাধ্যমে বলেছিলেন যে তাকে এক বছরেরও বেশি সময় ধরে রাজধানী রিয়াদে বন্দী করে রাখা হয় এবং তিনি অসুস্থ ছিলেন।

প্রয়াত রাজা সৌদের কনিষ্ঠ সন্তান, রাজকুমারী বাসমাহ নারীদের প্রতি রাজ্যের আচরণের সমালোচনা করে আসছেন।

একজন ঘনিষ্ঠ আত্মীয় সেই সময়ে বলেছিলেন, ২০১৯ সালের ফেব্রুয়ারির শেষের দিকে গ্রেপ্তারের সময় চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল এবং তাকে আটক করার পর তাকে জানানো যে তার বিরুদ্ধে একটি পাসপোর্ট জাল করার চেষ্টা করার অভিযোগ রয়েছে।

আত্মীয়টি বলেন, পরে অভিযোগ প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু তারপরেও তিনি তার মেয়ের সাথে কারাগারে বন্দী ছিলেন।

রাজকুমারি বাসমাহ তার আটকের বিষয়ে তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন যে তাকে আল-হাইর কারাগারে রাখা হয়েছিল।

রয়টার্স তার নিখোঁজ এবং আটকের পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।