ইউক্রেন এবং রাশিয়া সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের কূটনীতিক ডনফ্রাইড: পররাষ্ট্র দপ্তর

ইউরোপীয় ও ইউরেশীয় বিষয়ক ব্যুরোর সহকারী সেক্রেটারি, ডক্টর ক্যারেন ডনফ্রাইড, ছবি- রয়টার্স

শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইউরোপের জন্য তার শীর্ষ কূটনীতিককে রাশিয়া এবং ইউক্রেনে পাঠাচ্ছে। তিনি রাশিয়ার সেনা মোতায়েন বিষয়ে আলোচনা করবেন এবং ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুণর্ব্যক্ত করবেন।

পররাষ্ট্র মন্ত্রক বলেছে, "ইউরোপীয় ও ইউরেশীয় বিষয়ক ব্যুরোর সহকারী সেক্রেটারি, ডক্টর ক্যারেন ডনফ্রাইড, রাশিয়ার সেনা সমাবেশ নিয়ে আলোচনা করতে এবং ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি জোরদার করতে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করার উদ্দ্যেশে ১৩ থেকে ১৫ই ডিসেম্বর, কিয়েভ এবং মস্কো ভ্রমণ করবেন”।

পররাষ্ট্র মন্ত্রক আরো বলেছে, "ডনফ্রাইড জোর দেবেন যে আমরা নরম্যান্ডি ফরম্যাটের সমর্থনে মিনস্ক চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ডনবাসে সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক অগ্রগতি সাধন করতে পারি।"