উম্মে শিশিরের সাথে কথোপকথন

সাকিব আল হাসান ও উম্মে শিশির 

উম্মে আহমেদ শিশির একজন মডেল ও একজন মা। আর তাঁর স্বামী হলেন বিশ্বখ্যাত বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। সম্প্রতি ভিওএ কে দেয়া এক সাক্ষাৎকারে উম্মে আহমেদ শিশির জানিয়েছেন তার নিজের ও সাকিব আল হাসান সম্পর্কে নানান কথা। সাক্ষাতকারটি নিয়েছেন আজমীর হাসান।

ভিওএ বাংলাঃ আপনি কেমন আছেন?

উম্মে শিশিরঃ খুব ভাল আছি।

ভিওএ বাংলাঃ বর্তমানে ব্যস্ততা কি নিয়ে?

উম্মে শিশিরঃ এখন বাচ্চাদের নিয়েই বেশি ব্যস্ত আছি। ওদের সাথেই বেশি সময় কাটাচ্ছি, ভাল সময় কাটাচ্ছি।

ভিওএ বাংলাঃ মা হওয়ার সবচেয়ে ভালো দিক কোনটি?

উম্মে শিশিরঃ “মাতৃত্ব” ব্যাপারটাই দারুণ। কাছ থেকে বাচ্চাদের বেড়ে ওঠা দেখাটা সত্যিই খুব উপভোগ্য। ওরা নিত্য নতুন নানা কিছু শিখছে, ওদের নানান প্রশ্ন, কৌতুহল সব আমার ভাল লাগে।

ভিওএ বাংলাঃ মডেলিং কি ছেড়ে দিয়েছেন?

উম্মে শিশিরঃ আসলে এখন আমি দেশের বাইরে, তাছাড়া করোনার সংক্রমণ চলছে। তাই আপাতত এসব বন্ধ রেখেছি। বাচ্চাদের সময় দেয়াটাই এখন আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ।

সন্তানদের সঙ্গে উম্মে শিশির

ভিওএ বাংলাঃ তিন সন্তান, পরিবার এবং কাজ – কিভাবে সামলান?

উম্মে শিশিরঃ আসলে আমার পরিবার আমার কাছে সবকিছু। তাই ভালবাসা, আন্তরিকতা ভেতর থেকেই চলে আসে। পরিবার ও বাচ্চাদের সময় দেয়ার পর সময় পেলে অন্য কাজ করি। তাছাড়া, আমার পরিবার খুব সমর্থন করে আমাকে। বিশেষ করে আমার মা, বোন এবং শাশুড়ির সহযোগিতা ও ভালবাসার কারণে কাজটা সহজ হয়ে যায়।

ভিওএ বাংলাঃ এত ফিট আছেন কিভাবে?

উম্মে শিশিরঃ আসলে ফিট থাকার কোন বিকল্প নেই। আমি এ ব্যাপারে বেশ সচেতন। আমি ব্যায়াম করি, ভাল ডায়েট মেনে চলি, স্বাস্থ্যকর জীবন যাপনের চর্চা করি।

ভিওএ বাংলাঃ সাকিব আল হাসান এর কোন দিকটা আপনার সবচেয়ে ভাল লাগে?

উম্মে শিশিরঃ সাকিব খুব যত্নশীল। একজন স্বামী হিসেবে, একজন বাবা হিসেবে সে খুব দায়িত্বশীলও। সে সবকিছু সমন্বয় করে সতর্ক ও আন্তরিকভাবে। এগুলি সত্যিই প্রশংসা করার মত গুন।

ভিওএ বাংলাঃ মাঝে মাঝে ভক্তরা সাকিব আল হাসানের কিছু কাজের বা আচরণের সমালোচনা করেন, এটা কি আপনাকে কোন ভাবে প্রভাবিত করে?

উম্মে শিশিরঃ না, এটা তেমন কোন প্রভাব ফেলে না। সাকিব একজন পাবলিক ফিগার, একজন স্বনামধন্য ক্রিকেটার। সারা দুনিয়ায়-ই যাকে নিয়ে আলোচনা হয়, তাকে নিয়েই সমালোচনা হয়। প্রত্যেক মানুষই স্বাধীন। তারা স্বাধীনভাবে তাদের মতামত জানাতে পারে। ওকে (সাকিব আল হাসান) নিয়ে সমালোচনা একটু বেশিই হয়, কারণ মানুষ ওকে খুব ভালবাসে। মানুষ যাকে বেশি ভালবাসে তার থেকে প্রত্যাশাও বেশি।

সাকিব আল হাসান ও উম্মে শিশির

ভিওএ বাংলাঃ স্বামী হিসেবে সাকিব কেমন?

উম্মে শিশিরঃ এই উত্তরটা আমি মন থেকে দিচ্ছি, স্বামী হিসেবে সাকিব খুব দারুন।

ভিওএ বাংলাঃ প্রথমে কে বলেছিল "আমি তোমাকে ভালোবাসি"?

উম্মে শিশিরঃ আসলে আমরা কাছাকাছিও ছিলাম না। দু’জনে দুই প্রান্তে ছিলাম। তাছাড়া, আমরা দু’জনই লাজুক প্রকৃতির। ওভাবে কেউই কাউকে বলেনি। আমরা অন্যভাবে বুঝিয়েছি একে অন্যের প্রতি ভাল লাগার কথা। সরাসরি বলা হয়নি আসলে।

ভিওএ বাংলাঃ যদি সাকিব সম্পর্কে একটি গোপন তথ্য আশা করি, কোনটি দেবেন?

উম্মে শিশিরঃ সাকিব আসলে খুব নরম মনের মানুষ। ওকে দেখে সেটা বোঝা যায় না। ও সেটা কাউকে বোঝাবেও না। যারা ওর খুব কাছের মানুষ, তারাই জানে যে কতটা নরম মনের মানুষ। মানুষ হিসেবে ও কিন্তু খুব সহজ-সরলও।

ভিওএ বাংলাঃ এবার ভিন্ন প্রসঙ্গ, আপনি কি কখনও সোশ্যাল মিডিয়ায় বুলিং বা নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছেন? হয়ে থাকলে কিভাবে সামলান এটা?

উম্মে শিশিরঃ স্যোশাল মিডিয়াতে কমবেশি সব সেলিব্রেটি, তারকা সাইবার বুলিং বা নেতিবাচক মন্তব্যের শিকার হন। আমরা এটা নিয়ে খুব বিরক্ত বা বিব্রত নই। আপনি যখন পাবলিক ফিগার হবেন, তখন সোশ্যাল মিডিয়াতে আপনাকে সবার মন্তব্য গ্রহণ করতে হবে।

ভিওএ বাংলাঃ ক্রিকেট ছাড়া আপনি কি অন্য কোন খেলা দেখেন?

উম্মে শিশিরঃ খুব বেশি দেখা হয় না। তবে আমেরিকান ফুটবল এনএফএল দেখা হয়।

ভিওএ বাংলাঃ সাকিব ছাড়া আপনার প্রিয় খেলোয়াড় কে?

উম্মে শিশিরঃ তেমন কেউ নেই। মাঝে মাঝে এবি ডি ভিলিয়ার্স এর খেলা আমার ভাল লাগে।

উম্মে শিশির

ভিওএ বাংলাঃ আপনার কোন রোল মডেল আছেন, থাকলে কে তিনি?

উম্মে শিশিরঃ না, তেমন কেউ নেই।

ভিওএ বাংলাঃ আপনার পছন্দের খাবার ও প্রিয় রঙ কি?

উম্মে শিশিরঃ প্রিয় খাবার ডাল ভাত আর প্রিয় রঙ সাদা-কালো।

ভিওএ বাংলাঃ আপনার প্রিয় জায়গা কোনটি?

উম্মে শিশিরঃ সুইজারল্যান্ড।