আফগানিস্তানে নিহত ফটো-সাংবাদিক দানিশ সিদ্দিকির তোলা কয়েকটি ছবি

বাংলাদেশের শাহ পরির দ্বীপে বঙ্গোপসাগর দিয়ে নৌকা করে বাংলাদেশ-মিয়ান্মার সীমান্ত অতিক্রম করার পর ক্লান্ত এক রোহিঙ্গা নারী সাগরের পার ছুঁয়ে দেখছেন।

আফগানিস্তানের লোগার প্রদেশের খেরওয়ার জেলার একটি গ্রামে যুক্তরাষ্ট্র ও আফগান ন্যাশনাল আর্মির যৌথ মহড়ায় অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন একজন সৈন্য। তাঁর পেছনেই এক আফগান কিশোর নির্মাণ কাজে ব্যস্ত।

নতুন দিল্লির একটি শ্মশান মাঠে করোনাভাইরাসে মৃতদের দেহ সৎকারের অপেক্ষা করছেন লোকজন।

বর্ষা মৌসুমে মুম্বাই এর মেঘাচ্ছন্ন সাগর সৈকতে শিশুদের হাত ধরে হাঁটছেন একজন মুসলিম লোক। ২২ জুলাই,মুম্বাই, ভারত।

করোনা মহামারীর মাঝে ভারতের হরিদ্বারে কুম্ভ মেলায় নাগা সাধুরা গঙ্গায় স্নান করছেন।

আফগানিস্তানের কাবুলের একটি বাজারে পারট্রিজ পাখি বিক্রেতা খাঁচা পরিস্কার করছেন। ৪ জুলাই, ২০২১ কাবুল, আফগানিস্তান।

রয়টার্সের চিত্রগ্রাহক দানিশ সিদ্দিকী মুম্বাই উপকূলের অদূরে আরব সাগরে একটি ক্ষতিগ্রস্ত মাছ ধরার জাহাজ এমএসসি চিত্রা থেকে ছবি তুলছেন।