সেন্টকমের প্রধান : সেনা প্রত্যাহারের পর আফগানিস্তান যুক্তরাষ্ট্রের বোমারু বিমানের সহায়তা পাবে না

FILE - Marine Gen. Frank McKenzie (center) makes an unannounced visit in Kabul, Afghanistan, Jan. 31, 2020.

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি ভয়েস অফ আমেরিকার সাথে একটি বিশেষ সাক্ষাৎকারে বলেন,

“যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার পরে যুক্তরাষ্ট্র আফগান বাহিনীকে বিমান হামলায় সমর্থন করার পরিকল্পনা করছে না এবং আফগানিস্তানে সন্ত্রাসবাদবিরোধী হামলা সীমাবদ্ধ থাকবে। কেবলমাত্র যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের ভূমিতে আঘাত হানার কোন পরিকল্পনার কথা জানা গেলে তবেই যুক্তরাষ্ট্র সম্পৃক্ত হবে।”