সোমালি সংসদের নিম্নকক্ষের ভোটে প্রেসিডেন্টের মেয়াদ দুই বছরের জন্য বাড়ানো হয়েছে

Somali legislators of the lower house of parliament raise their hands to vote to extend President Mohamed Abdullahi Mohamed's term for another two years, in Mogadishu, April 12, 2021.

সোমালি প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি ফরমাজো ও তার সরকারের মেয়াদকাল নিয়ে সোমবার সংসদে দুই কক্ষের মতবিরোধের জেরে সোমালি রাজনীতি বিভ্রান্তির মুখে পড়েছিল। সংসদের নিম্নকক্ষ রাষ্ট্রপতি ও তার সরকারের মেয়াদ দুই বছর বাড়ানোর পক্ষে ভোট দিয়েছে, ওদিকে উচ্চকক্ষ বলেছে যে এই পদক্ষেপটি অসাংবিধানিক।

সোমালিয়ার সংসদের নিম্নকক্ষ প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি ফরমাজোর সরকারের মেয়াদ দুই বছরের জন্য বাড়ানোর জন্য অবিচ্ছিন্নভাবে ভোট দিয়েছে।

বিশেষ অধিবেশনে ১৪৯ জন সংসদ সদস্য সম্প্রসারণের পক্ষে ভোট দিয়েছেন, কেবল তিনজনই বিরোধিতা করেছেন।

তবে কয়েক মিনিটের মধ্যেই সংসদের উচ্চকক্ষ আপত্তি জানায়, স্পিকার বলেন যে নিম্নকক্ষের এই পদক্ষেপ অসাংবিধানিক।

যেভাবেই হোক, সোমালিয়ার বিলম্বিত সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন যে শীঘ্রই শুরু হবে, এমনটি মনে হচ্ছে না।